নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দুই শিক্ষকের বদলির বিরুদ্ধে স্কুল বন্ধ করে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়া এবং অভিভাবকরা।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চাঙ্গুয়াল এর।চাঙ্গুয়াল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসেবে প্রশান্ত কুমার হাইট এবং প্রসেনজিৎ জানা দীর্ঘ কয়েক বছর কাজ করছিলেন কিন্তু হঠাৎই এই দুই শিক্ষক অন্যত্র বদলি হয়ে যায়।কি কারণে বদলি জানেন না কেউই।নিজেদের প্রিয় শিক্ষক মশাই দের হারাতে না চেয়ে তাই বিক্ষোভের পথকেই বেছে নিল ছোট ছোট স্কুল পড়ুয়ারা।
শিক্ষক হিসেবে পড়ুয়াদের মন জয় করেছিলেন প্রশান্ত কুমার হাইট এবং প্রসেনজিৎ জানা নামের এই দুই শিক্ষক।শিক্ষকের বদলি আটকাতে আজ স্কুল বন্ধ করে স্কুলের বাইরে বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়ারা।
আরও পড়ুনঃ তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি আদিত্য নারায়ণ দাস
বিক্ষোভে সামিল হন অভিভাবকরাও। অভিভাবকদের অভিযোগ জোর করে ওই দুই শিক্ষককে বদলি করা হচ্ছে অন্যত্র।এই দুই শিক্ষককে বদলি করা যাবে না বলেও জানান তারা।অন্যান্য শিক্ষকরা স্কুলে এলে তাদের আজ ঢুকতে দেওয়া হয়নি।কোন পড়ুয়ায় আজ ক্লাস করেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584