সজিবুল ইসলাম,ডোমকলঃ
রবিবার ডোমকল পৌরসভার উদ্যোগে মহকুমা হাসপাতাল প্রাঙ্গনে মা ক্যান্টিনের শুভ সূচনা করলেন বিধায়ক তথা পৌরপ্রশাশক জাফিকুল ইসলাম। জাফিকুল ইসলাম বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন।সেই প্রকল্প বাস্তবায়িত করার লক্ষে প্রথমে ডোমকল বাস স্ট্যান্ডে চালু করা হয়েছিল মা ক্যান্টিন। এবার ডোমকল মহকুমা হাসপাতালে সেই মা ক্যানটিন চালু করা হলো ,যাতে করে মহকুমা হাসপাতালে রুগীর পরিজন দের খাবারের কোনো সমস্যা না হয়।এবং এলাকার অসহায় দুস্থ মানুষের খাবারের জন্য বেশি টাকা আর লাগবে না ।
আরও পড়ুনঃ গ্রাম্য বিবাদের জেরে বোমাবাজির অভিযোগ মুর্শিদাবাদের কান্দিতে
মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে ডিম ভাত খেতে পারবে প্রতিদিন।তিনি আরো বলেন এটা প্রাথমিক ভাবে তিন মাসের জন্য চালু করা হলো প্রতিদিন চার থেকে পাঁচশো জনের খবরের ব্যবস্থা করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ কাউন্সিলরগণও তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব গণ। এই মা ক্যানটিন চালু হওয়ায় খুশি এলাকার মানুষ থেকে রুগীর পরিজনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584