ম্যাচুরিটি টাকা না পেয়ে পোস্ট অফিসের সামনে আমানতকারীদের বিক্ষোভ

0
195

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Demonstrations of Depositors for maturity money
নিজস্ব চিত্র

পোস্ট অফিসে মেয়াদ শেষে টাকা না পেয়ে ধন্দে আমানতকারীরা।ঘটনাটি ডায়মন্ড হারবার মাধবপুর শাখা পোস্ট অফিসের।মাধবপুর শাখার পোস্ট অফিসে টাকা জমা দেওয়া আমানতকারী ও লাইন্সেস প্রাপ্ত এজেন্টদের দাবি এই শাখায় অনেকদিন ধরে টাকা জমা দিয়ে আসছে,কিন্তু গত কয়েকমাস হলো টাকা লেনদেন বন্ধ করে দিয়েছে পোস্ট অফিসের দায়িত্বে থাকা পোস্ট মাষ্টার।

Demonstrations of Depositors for maturity money
শর্মিলা জানা,গ্রাহক। নিজস্ব চিত্র

মাধবপুর শাখা পোস্ট অফিসের এজেন্টদের দাবি,এই পোস্ট অফিসে ১৪৪ জন আমানতকারীর পাশ বই আছে তারা এখানে মাসে মাসে টাকা জমা দেয়।গত ২০১৮ সালের অক্টোবর মাস থেকে টাকা লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে পোস্ট মাষ্টার।

Demonstrations of Depositors for maturity money
লতিকা দাস,এজেন্ট। নিজস্ব চিত্র

অনেকের ম্যানুয়াল ম্যাচুরিটি হয়ে গিয়েছে তারা কেউ টাকা পাচ্ছে না।তারা এজেন্টদের ধরছে টাকার জন্য। এজেন্টরা বলছেন,”আমরা এসেছি, যখন পোস্ট অফিসে এসে বলছি বলছে টাকা দিতে পারবো না। আমরা লিখিত ভাবে বারুইপুর হেড অফিস ডায়মন্ড হারবার থানা,এসডিও, এস ডি পি ও সব জায়গায় লিখিত অভিযোগ জানিয়েছি।”

Demonstrations of Depositors for maturity money
আনন্দ পুরকাইত,গ্রাহক। নিজস্ব চিত্র

আমানতকারীদের অভিযোগ,প্রায় ৩০ জন আমানতকারীর টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।২০১৮ সালে কারোর অক্টোবর, নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গিয়েছে।তাঁরা টাকা পাচ্ছেন না।

আরও পড়ুনঃ আমানতকারীদের টাকা ফেরতের দাবীতে অবরোধ

Demonstrations of Depositors for maturity money
পাসবুক। নিজস্ব চিত্র
Demonstrations of Depositors for maturity money
নিজস্ব চিত্র

এমনকী যাদের মেয়াদ শেষ হয়নি টাকা তারা টাকা জমা দেওয়ার জন্য আসছেন কিন্তু টাকা জমা দিতে পারছেননা।আজ তারা পোস্ট অফিসের গেটের সামনে ধর্নায় বসেছেন।

Demonstrations of Depositors for maturity money
নিজস্ব চিত্র

তাদের দাবি যতক্ষণ না কোন সমাধান হবে ততক্ষণ ধর্না চলবে।এ বিষয়ে কোন মন্তব্য করতে চায়নি ডায়মন্ড হারবার সাবডিভিশন পোস্ট মাষ্টার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here