শিবশংকর চ্যাটার্জী,দক্ষিন দিনাজপুরঃ
এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মদের অবৈধ কারবার তারই প্রতিবাদ জানাতে এবার সরাসরি জেলা এক্সাইজ ডিপার্টমেন্টের সামনে গ্রামের মহিলারা।বালুরঘাট থানার চক মাধব ও কুতুবপুর গ্রামে প্রায় পঞ্চাশজন মহিলা এদিন দক্ষিন দিনাজপুর জেলা আবগারি দফতরের সামনে বিক্ষোভ দেখায়।
তাদের দাবি এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ মদের দোকানের বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি।পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
এতদিন বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলেন গ্রামের মহিলারা কিন্তু বিগত কয়েক মাসে বাচ্চা ছেলেগুলো মদের দোকানে ভিড় জমাচ্ছে।বাড়ি থেকে চাল ডিম যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে গিয়ে মদ খাচ্ছে।
এতদিন বয়স্করা মদ খাচ্ছিল তা নিয়ে সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা তো ছিলই এখন নতুন প্রজন্ম মদ খেতে শুরু করায় মহিলারা বাধ্য হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।এর আগে পুলিশকে বহুবার জানানো হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি।দিনের বেলায় গিয়ে চলে আসে পুলিশ রাতের বেলা বসে মদের আসর।
আরও পড়ুনঃ স্কুলে এসে অ্যাসিডে আক্রান্ত পড়ুয়া
আর তারপরে শুরু হয় সমস্যা প্রায় প্রতিটা বাড়িতেই সমস্যা চলছে এমনটাই দাবি করছেন বিক্ষোভকারী মহিলারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584