নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর মেডিক্যাল কলেজে ২০১১ সালে চুক্তি ভিত্তিক সুইপার নিয়োগ হয়।যার মাসিক বেতন ছিল ১৬০০ টাকা।পরে ওদের বেতন বেড়ে ২৬০০ টাকা করা হয়।গত মাসে অর্থ দফতরের একটি নির্দেশিকায় বলা হয়, গ্রুপ ‘ডি’ চুক্তিভিত্তিক কর্মীদের বারো হাজার থেকে বেড়ে চোদ্দ হাজার টাকা করা হবে।অথচ মেদিনীপুরে সুইপারদের মাসিক বেতন ২৬০০ টাকায় আছে।যেটুকু বেতন পেতেন সেটাও আবার আট মাস ধরে আর পাচ্ছেন না।অপরদিকে ওয়ার্ড মাস্টার অফিসে দৈনিক ১০০ টাকার বিনিময়ে কর্মী নিয়োগ হচ্ছে,কিন্তু সরকারি হিসাবে বিল জমা হচ্ছে।তাদের নেই কোন পিএফ ও ইএসআই।
এরই প্রতিবাদে আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে বিক্ষোভ প্রদর্শন করা হয়।এর পরে বঞ্চিত কর্মীদের নিয়ে স্মারকলিপি জমা দেয় যুব কংগ্রেস।নেতৃত্ব দেন জেলা যুব কংগ্রেসের সভাপতি মহ: সাইফুল সহ সভাপতি সুহাশিস পাণ্ডা,মেদিনীপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি মীর আরিফ সহ অনিমেষ দাস, চঞ্চল দাস, শেখ আরিফ, আমির জামান, আহমেদ হোসেন সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ বহরমপুরে কংগ্রেস নেতাকে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ
পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সাইফুল বলেন, “একপ্রকার ঠকবাজি ও লুঠ হচ্ছে।আর যতোদিন না ওই সমস্ত গরীব ও খেটে খাওয়া মানুষদের তাদের প্রাপ্য অধিকার না পাচ্ছে,ততদিন পর্যন্ত আমদের আন্দোলন চলবে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584