নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যে যেভাবে করোনা মহামারি বাড়ছে সেদিকে লক্ষ্য রেখে বারেবারেই বিভিন্ন ভাবে জনসাধারণকে সতর্ক করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর ৷পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় রবিবার থেকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে জেলাজুড়ে লাগানো হচ্ছে প্রায় ৩৫০ অস্থায়ী হোডিং ৷
শনিবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমায় টোটো গাড়ির মাধ্যমে ডেঙ্গু সতর্কতা বিষয়ক প্রচার কার্য শুরু হয়েছে। প্রত্যেক মাসের ১৫ দিন করে নভেম্বর মাস পর্যন্ত এই প্রচার চালানো হবে এমনটাই জানান পূর্ব মেদিনীপুরের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক গিরিধারী ধারা৷
আরও পড়ুনঃ করোনা সংক্রমণের চিকিৎসা ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি অধীরের
জেলাজুড়ে ইতোমধ্যেই ৪ টি টোটো গাড়িকে প্রচারকার্যে নামানো হয়েছে ৷ ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত এলাকায় এই প্রচারকার্য চালানো হবে এমনটাই জানান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক গিরিধারী ধারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584