হরষিত সিংহ,মালদহঃ
নির্মল বাংলা গড়তে তৎপর রাজ্য সরকার। গোটা রাজ্যে ডেঙ্গুর মত মারণ রোগকে নির্মূল করতে একাধিক কড়া পদক্ষেপ গ্রহন থেকে নানান সচেতনতা মূলক শিবির নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।জেলা প্রশাসনের নির্দেশে শুক্রবার ইংরেজবাজার ব্লকের বিভিন্ন গ্রাম ঘুরে দেখলেন বিডিও দেবর্ষি মুখার্জি সহ এক প্রতিনিধি দল।বাড়ির আশেপাশের পরিবেশ অপরিচ্ছন্ন রাখায় বেশ কিছু পরিবারের হাতে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়।
সাত দিনের মধ্যে জমা জল থেকে পরিবেশ পরিচ্ছন্ন না করলে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করবে।
মালদহ জেলা প্রশাসনের নির্দেশে শুক্রবার ইংরেজবাজার ব্লকের শোভানগর পঞ্চায়েতের ভবানীপুর গ্রাম পরিদর্শনে যান ইংরেজবাজার ব্লকের বিডিও,প্রশাসনের কর্মী ও পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান।এদিন তাঁরা প্রতিটি বাড়িতে গিয়ে ময়লা জঙ্গল নির্দিষ্ট জায়গায় ফেলা নিয়ে সচেতন করেন।জল জমে থাকতে দেবেন না, জল জমে থাকলে সেখানে ডেঙ্গির উপদ্রব বাড়বে।বিডিও নিজে হাতে বিভিন্ন জায়গায় গ্রামের বাড়িতে বাড়িতে ঢুকে জমে থাকা জল কে বিভিন্ন জায়গা থেকে নিজে হাত দিয়ে ফেলে গ্রামের লোকদের উৎসাহিত করেন।এদিন বেশ কিছু বাড়ির আশেপাশের পরিবেশ অতিমাত্রায় নোংরা ও জল জমে থাকায় তাদের নোটিশ দেওয়া হয়।আগামী সাত দিনের মধ্যে পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়।
তাতেও না হলে সাত দিনপর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।সরকারি এই নির্দেশিকা অমান্য করলে ছয় মাসের জেল হেপাজত এমনকি এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমনা হতে পারে।তবে গ্রামবাসীরা প্রশাসনের উদ্যোগে সচেতন হতে পেরে,প্রশাসন ও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুনঃ নেপালে পাচারের পূর্বেই আটক রেশন সামগ্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584