ডেঙ্গুর ভ্রূকুটি দক্ষিন দিনাজপুরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মবিশ্বাসী স্বাস্থ্য দফতর

0
61

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ

কিছু দিন আগে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা অঞ্চলের বরা গ্রামে ডেঙ্গু দেখা দেয়। সেই সময় জেলাশাসক, মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক সহ জেলা ও ব্লক স্তরের কর্তা ব্যাক্তিরা সেখানে গিয়ে পরিস্কার অভিযানের পাশাপাশি প্রচার অভিযান চালান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো দক্ষিণ দিনাজপুরের ডেঙ্গুর থাবা।

dengue in south dinajpur | newsfront.co
সচেতনতা প্রচার।নিজস্ব চিত্র

জেলা স্বাস্থ্য ভবন সূত্রের খবর, এই অঞ্চলে এখন পর্যন্ত ৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩৫ জন বালুরঘাট ব্লকের। জেলা প্রশাসন দপ্তরের থেকে মাত্র ঢিলছোঁড়া দূরত্বে চকভৃগু গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গু ছড়িয়েছে ব্যাপকভাবে। এলাকায় প্রায় ১২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন।

প্রায় প্রতিটা বাড়িতে জ্বরের রোগী দেখা যাচ্ছে। আজ সকাল থেকে জেলা প্রশাসনের তরফ থেকে এই অঞ্চলে প্রচার অভিযান চালানো হয়।

dengue in south dinajpur | newsfront.co
সচেতনতা প্রচার।নিজস্ব চিত্র

প্রচার অভিযান চালায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও বিজেপির কর্মী-সমর্থকেরা। বিজেপির প্রচার অভিযানে উপস্থিত হয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এলাকা পরিস্কারে হাত লাগান ও জেলা প্রশাসনের ওপর তার ক্ষোভ উগ্রে দেন।

আরও পড়ুনঃ ডেঙ্গু সচেতনতা প্রচারে সাফাই অভিযানে সাংসদ

জেলা স্বাস্থ্য অধিকর্তা সুকুমার দে এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং যে কারণে ডেঙ্গু জ্বর ছড়াচ্ছে সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেন।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here