উমার ফারুক,হরিশচন্দ্রপুর,১৮অক্টোবর:
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বন্যা দুর্গত মানুষদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সংশ্লিষ্ট ব্লকের বিডিও কে গতকাল স্মারকলিপি প্রদান করে ‘সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্ট’।মোট ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়,দাবি গুলির মধ্যে অন্যতম হল- হরিশ্চন্দ্রপুরের বন্যা কবলিত এলাকার মানুষের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এর ব্যবস্থা করা।বন্যায় গৃহহীন মানুষের গৃহ নির্মাণ করে দেওয়া।যেসব কৃষকের ফসল বন্যায় নষ্ট হয়েছে তাদের ফসলের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া।ক্ষতিগ্রস্ত কৃষকের কৃষি ঋণ মকুব করা।বন্যা দুর্গত এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যের উপযুক্ত পরিবেশ তৈরি করা।
বিডিও কৃষ্ণ চন্দ্র দাস স্মারকলিপি গ্রহণ করে জানান-বিষয়টি যথাযথ বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।স্মারকলিপি প্রদান করার পর
হরিশচন্দ্র পুরের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের এদিন অর্থ সহায়তা করার উদ্দেশ্যে সিরাত সোস্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের ছয় সদস্যের এক প্রতিনিধি দল বন্যা কবলিত এলাকায় উপস্থিত হন।এই প্রতিনিধি দলে ছিলেন—সিরাতের কেন্দ্রীয় কমিটির সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান,সহ সভাপতি সামসুর রহমান,সদস্য ইসমাইল মন্ডল,বারাসাত শাখার সম্পাদক রিয়াজুল ইসলাম(রাজু),আলহেরা একাডেমির শিক্ষক নিজামুদ্দিন,ব্যারাকপুর শাখার সদস্য মহঃ মুসা তরফদার প্রমুখ৷
এদিন সাদলিচক গ্রাম পঞ্চায়েতের হরিরামপুর, পশ্চিম তালগ্রাম এবং সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের রাধিকাপুর,ডহরা, মালসাবাদ, নানারাহী,সাহাপুর প্রভৃতি গ্রামের প্রায় ১৫০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।ট্রাস্টের কর্মকর্তা আবু সিদ্দিক খান জানান –“এবারের বন্যায় মানুষের ঘরবাড়ি ধ্বংস স্তুপে পরিণত হয়, এছাড়াও গবাদিপশু,মাঠের ফসল নষ্ট হয়েছে ব্যাপক হারে।”
ত্রাণ বিতারণ কার্যে যোগ্য সহায়তা করেন ট্রাস্টের
মালদা জেলা সভাপতি অধ্যাপক ড.মহম্মদ ইসমাইল,সম্পাদক ডাঃ নাসিমুল হক,শিক্ষক রফিকুল আলম, নাজিমুল হক প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584