চা-পাতার নূন্যতম মূল্যের দাবিতে পর্ষদ অফিসে ডেপুটেশন

0
65

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

Deputation for demand minimum price of tea leaves | newsfront.co
ডেপুটেশন। নিজস্ব চিত্র

ইসলামপুর চা পর্ষদের উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয় আজ বিক্ষোভ দেখালেন স্মল টি গ্রওয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেবাশীষ পাল জানান যে, তাদের চা-পাতা ন্যূনতম মূল্য যা তা তারা পাচ্ছেন না বটলিফ ফ্যাক্টরিগুলো তাদেরকে এই ক্ষুদ্র চা চাষীদেরকে দিচ্ছে না। তারা বর্তমানে সাত টাকা করে পাচ্ছেন বলে অভিযোগ করেন, কিন্তু ন্যূনতম মূল্য ১২ টাকা ১১ পয়সা প্রদত্ত করা হয়েছে চা পর্ষদের মারফত তাও তারা পাচ্ছে না এটা ন্যূনতম চা পাতার ক্ষেত্রে।

Deputation for demand minimum price of tea leaves | newsfront.co
ডেপুটেশনের কপি। নিজস্ব চিত্র

তাদের অভিযোগ চোপড়ার আঞ্চলিক অফিসে লোক থাকে না এবং সে ক্ষেত্রে মনিটরিং হয় না। শিলিগুড়ি থেকে হয় সে ক্ষেত্রে চা চাষীদের শিলিগুড়ি যাওয়া আসা খুবই অসুবিধা হয় কিন্তু উত্তর দিনাজপুর জেলার একটি অফিস ইসলামপুরে অফিসের সাথে যোগ করে দেওয়ার আবেদন জানিয়েছেন।

Debashish Pal | newsfront.co
দেবাশীষ পাল চাঁদ, সম্পাদক ক্ষুদ্র চা চাষী সংগঠন। নিজস্ব চিত্র

তারা বলেছেন জেলার একটি অফিসের সঙ্গে সমস্ত জুড়ে দিলে ভালো হবে এবং কাজ করতে সুবিধা হবে। সোমবারের মধ্যে তাদের এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এও জানিয়েছেন সোমবার থেকে বিক্ষোভ এবং ধর্ণা ইসলামপুর চা পর্ষদের অফিসের সামনে করবেন বলে হুমকি দিয়েছেন।

আরও পড়ুনঃ ব্যাঙ্কে সুদের হার কমানোর প্রতিবাদে অভিনব আন্দোলন যুব কংগ্রেসের

Suman Chakraborty | newsfront.co
সুমন চক্রবর্তী, ফ্যাক্টরি অ্যাডভাইজারি চা পর্ষদ।নিজস্ব চিত্র

এই বিষয়ে চা পর্ষদের অধিকর্তা ফ্যাক্টরি এ্যাডভাইজারী সুমন চক্রবর্তী বলেন, আজ ইসলামপুরে ক্ষুদ্র চা চাষীদের সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দিতে আসেন চা পাতার দাম পাচ্ছেনা তিনি বলেন যদি কোন ফ্যাক্টরি না দিয়ে থাকে এবং ক্ষুদ্র চা চাষীরা প্রমাণ দেয় সে ক্ষেত্রে তাদেরকে সেই যে মূল্য নির্ধারণ করা আছে সেই মূল্যের টাকা তারা পাবেন উর্দ্ধতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানাবেন বলে জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here