বালি উত্তোলনের সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে মাদারিহাটে ডেপুটেশান

0
83

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

শুক্রবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নদী থেকে বালি বজরি উত্তোলন ও সরবরাহ কারী অসংগঠিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়।সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের করে সমগ্র মাদারিহাট শহর পরিক্রমা করে বিডিও অফিস চত্বরে সামিল হন।সেখানে কিছু সময় দাবির সমর্থনে স্লোগান দিয়ে সংশ্লিষ্ট বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের মূল দাবি অবিলম্বে নদী থেকে বালি উত্তোলনের সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সংগঠনের ইনতাজুল হক বলেন,বর্তমান মাসে ৩ তারিখ থেকে নদী থেকে বালু তোলা বন্ধ হয়ে যায় ফলে সে দিন থেকে আমাদের রুটি রুজি বন্ধ হয়ে যায়।আমরা চাই শ্রমিক স্বার্থে অবিলম্বে বালি তোলার অনুমতি দেওয়া হোক । সংশ্লিষ্ট ব্লকের বিডিও তন্ময় বিশ্বাস বলেন,বালি উত্তোলন সংক্রান্ত বিষয়ে একটি ডেপুটেশন দেয়।আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ কে পাঠিয়ে দেব।

আরও পড়ুন: ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উন্মাদনায় রাত জাগলো কালিয়াগঞ্জ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here