সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বুলবুল ঘুর্ণিঝড়ের প্রেক্ষাপটে সাধারণ মানুষের ৩৩ দফা দাবিতে ঘন ডেপুটেশনে সামিল প্রদেশ কংগ্রেস। নামখানা ব্লকের সামনে ডেপুটেশনের আয়োজন করেন নামখানার ব্লক নেতৃত্ত্ব।
নামখানা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত থেকে আগত শতাধিক কংগ্রেস সর্মথক ডেপুটেশনে যোগদেন করেন। নামখানার বিডিও রফিক আহমেদের কাছে একটি ৩৩ দফার দাবি নিয়ে স্মারক লিপি জমা দেন প্রদেশ কংগ্রেস সর্মথকেরা।
২০০৯ সালে আইলার পর বেশি ক্ষতি করেছে চলতি বছরের বুলবুল ঘূর্ণিঝড়। বিশেষ করে ক্ষতিগ্রস্ত নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ, মৌশুনী গ্রাম পঞ্চায়েত। কৃষি জমি থেকে বসত বাড়ির ক্ষতির পরিমাণ রাজনৈতিক ত্রান নিয়ে শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি।
৯ তারিখে ঘটে যাওয়া বুলবুল ঘূর্ণিঝড়ের ঘটনায় প্রশাসনিক ভূমিকায় উঠছে প্রশ্ন। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নামখানা ব্লকের প্রদেশ কংগ্রেসের ডাকে গণ ডেপুটেশনের মূল বিষয় ছিল ক্ষতিগ্রস্ত পুকুর, কৃষি জমির সরকারি ভাবে ক্ষতিপূরণ দেওয়া।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে পুড়ে ছাই বিজেপির পার্টি অফিস
অতিবর্ষণে আবাসন প্রকল্পের নাম তালিকাভুক্তি করা। দুর্গতদের ত্রিপল সঙ্গে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা। প্রতি মাসে ক্ষতিগ্রস্তদের মাথা পিছু ১০ টাকা কিলো চাল সঙ্গে ১০০ টাকার ভর্তুকি খাবার দেওয়া। নামখানা ব্লকের বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার ও চুনের ব্যবস্থা নেওয়া।
ঘূর্ণিঝড়ের পর থেকে একাধিকবার একে অপরকে দোষারোপ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সবটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি এর পিছনে রাজনৈতিক কোনও কারণ নেই। এটা বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত। ত্রাণ নিয়ে কোনও সমস্যা নেই বলে অভিযোগ।
আরও পড়ুনঃ শাল-সেগুন কাঠ উদ্ধার কালচিনিতে
নামখানার বিডিও ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক শৈবাল রায়, রাজ্য কমিটির কিষান কংগ্রেসের সভাপতি তপন দাস, সম্পাদক সৌরভ ঘোষ, নামখানা ব্লকের সভাপতি পুতুল সামন্ত, সাধারণ সম্পাদক তারক মাইতি, পল্লব মন্ডল।
অন্যদিকে প্রাক্তন জেলা পরিশোধের সদস্য বলাই মিস্ত্রি, প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি মৃতুঞ্জয় মাঝি, প্রদেশ কংগ্রসের কমিটির সদস্য কৃত্তিবাস সর্দার-সহ ছিলেন অন্যান্য সর্মথকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584