পেশাগত দাবীতে মুর্শিদাবাদ অবর বিদ্যালয় পরিদর্শকে ডেপুটেশন স্কুল মাদ্রাসা করনিকদের

0
373

জৈদুল সেখ,বহরমপুরঃ

Deputation of School Madrasa Clerk
নিজস্ব চিত্র

রাজ্যের পরে এবার জেলায় জেলায় ডেপুটেশন দেওয়া শুরু হল ওয়েস্টবেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসার ক্লার্ক অ্যাসোসিয়েশনের।মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রায় দুই শতাধিক করনিক ব্যারাক স্কোয়্যার ময়দানে জমায়েত হয়ে সেখান থেকে মিছিল করে তারা শিক্ষাভবনে যায়।সংগঠনের প্রতিটি সদস্য এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন।ডি আই কে তারা তাদের সংগঠনের পক্ষ থেকে পেশাগত দাবীতে ডেপুটেশান দেন।তারা দাবী করেন স্কুল ও মাদ্রাসা ক্লার্ক পদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক করতে হবে ও যাদের শিক্ষাগত যোগ্যতা কম তাদের যোগ্যতা বৃদ্ধির সুযোগ করে দিতে হবে।বেতনক্রম Pay Band 3, Pay Band Scale 7100-37600, Grade Pay 3600 করতে হবে এবং আগামী পে-কমিশনের মাধ্যমে উক্ত বর্ণিত স্কেল থেক নতুন স্কেলে উন্নীত করতে হবে।পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারীদের মন Career Advancement Scheme-এ চাকরীর মেয়াদ যথাক্রমে ৮,১৬ ও ২৫ বছর পূর্ণ হলে পরবর্তী উচ্চতর স্কেলে প্রোমোশন দিতে হবে।স্কুল ও মাদ্রাসা ক্লার্কদের জন্য নির্দিষ্ট কর্ম-তালিকা প্রকাশ করতে হবে।WBSSC ও WBMSC-এর সহকারী শিক্ষক ও লাইব্রেরিয়ান পদের নিয়োগ পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা ক্লার্কদের দশ শতাংশ সংরক্ষণ দিতে হবে।স্কুল ও মাদ্রাসা ক্লার্কদের জন্য General Transfer চালু করতে হবে। অতিরিক্ত কাজের জন্যে Extra Allowance দিতে হবে।স্কুল ও মাদ্রাসা ক্লার্কদের রাজ্য সরকারি কর্মচারীদের মত Cassless West Bengal Health Scheme-এর আওতায় আনতে হবে।প্রতিটি স্কুল ও মাদ্রাসায় পাঁচশ’ জন ছাত্র-ছাত্রী পিছু একজন ক্লার্ক নিয়োগ করতে হবে।ছুটির দিন কাজ করলে ক্লার্কদের On Duty Leave-এর ব্যবস্থা করতে হবে।যোগ্যতাসম্পন্ন ক্লার্কদের B.ED ও D.EL.ED ODL mode-এ করানোর ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন: কানে কানে যে স্টেশন আজো বলে যায় ইতিহাসের কথা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here