নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
আট দফা দাবি নিয়ে মালদহ জেলা প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশনের মালদহ জেলা কমিটি।
বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ মালদহ শহরের রথবাড়ি থেকে তারা একটি বিক্ষোভ মিছিল করেন।এই মিছিল সারা শহর পরিক্রমা করে মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।
সেখানে তারা দীর্ঘক্ষন বিক্ষোভ অবস্থান করেন।পরে তারা তাদের দাবি সনদ জেলা শাসকের হাতে তুলে দেন।স্কুল ও কলেজ গুলিতে অস্বাভাবিক ফি রোধ করা,শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো উন্নত করার দাবিসহ ৮ দফা দাবি নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি করেন।
আরও পড়ুনঃ মাওবাদীদের হাতে খুন ও নিখোঁজদের পরিবারের দাবি নিয়ে যৌথমঞ্চের মিছিল
ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য জানিয়েছেন,সমস্ত পরিবহন ব্যবস্থায় ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া নিতে হবে।অবিলম্বে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নির্ভুল ফল প্রকাশ করার দাবি সহ ৮ দফা দাবি তুলে ধরেন।তিনি আরো বলেন,তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584