নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাশয় অনুমোদিত সংস্থা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংগঠন পক্ষ থেকে সোমবার বিকালে জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসকের নিকট ২১ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন দেওয়া হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মিঠুন মন্ডল ও সহ-সভাপতি শুভময় চৌধুরীসহ সংগঠনের শিক্ষক ও শিক্ষিকারা।সহ-সভাপতি শুভময় চৌধুরী জানান ২১ দফা দাবির ভিত্তিতে আজ আমরা জেলাশাসক অফিসে ডেপুটেশন দিলাম আমাদের দাবি গুলির মধ্যে অন্যতম রাজ্য বাজেটের ৩০% ও কেন্দ্রীয় বাজেট এর ১০% প্রয়োগ শিক্ষকদের করতে হবে।সমগ্র শিক্ষা ব্যবস্থাকে একটি মন্ত্রকে আনতে হবে। নতুন পেনশনের বদলে পুরনো পেনশন চালু করতে হবে।
আরও পড়ুনঃ অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে বিক্ষোভ
কেন্দ্রীয় শিক্ষকদের মতো রাজ্যের শিক্ষকদের ভাতা প্রদান করতে হবে এছাড়াও মাধ্যমিক স্তরে ভোকেশনাল ফিজিক্যাল কম্পিউটার চালু করে শিক্ষক নিয়োগ করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584