বিজেপি দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিল তৃণমূল

0
70

শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
৮ দফা দাবী জানিয়ে ১০ নং অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার ১০নং অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৫০০ তৃণমূল কংগ্রেস কর্মীরা কামারপাড়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে জমায়েত হয়।এরপর তারা মিছিল করে ১০নং অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে এসে জমায়েত হয় ও ৮ দফা দাবী জানিয়ে বিক্ষোভ দেখায়।আন্দোলনকারী তৃণমূল কংগ্রেস কর্মীদের বক্তব্য ১০০ দিনের কাজে রাজ্য দেশের মধ্যে প্রথম স্থানে থাকলেও ১০নং অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল নেওয়ার পর থেকে এই অঞ্চলে ১০০ দিনের কাজ শুরুই হয়নি।

পঞ্চায়েত ঘেরাও। নিজস্ব চিত্র

এছাড়াও আন্দোলনকারীদের অভিযোগ ১০নং অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের নব গঠিত বোর্ডের কাছে ১ কোটি ৬০ লক্ষ টাকা থাকলেও তারা কাজ করার পরিবর্তে টাকা নিয়ে বসে আছে।এমনকি ১০নং অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে পানীয় জলের টিউবয়েল খারাপ হয়ে থাকলেও তা সারাই করার ব্যবস্থা করছে না পঞ্চায়েতের বর্তমান বোর্ড। এদিন তৃণমূল কর্মীরা ১০নং অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ৮ জনের একটি প্রতিনিধি দল ১০নং অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে তাদের ৮ দফা দাবী জানিয়ে ডেপুটেশনও দেয়।ডেপুটেশন শেষে ১০নং অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের সম্পাদক নির্মল মাহাতো অভিযোগ করে বলেন অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত ব্যর্থতার মধ্য দিয়ে চলছে। এর পাশাপাশি তিনি এদিন নাম না করে বিজেপি পরিচালিত পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে অভিযোগ করে বলেন এই পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় সার্ভের কাজ দলের মুখ দেখে হচ্ছে ও সব বাড়ীতে সার্ভে করা হচ্ছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here