সুটুঙ্গা বাঁচাও অভিযান নিয়ে স্মারকলিপি মাথাভাঙ্গা পুরসভায়

0
74

মনিরুল হক, কোচবিহারঃ

সুটুঙ্গা বাঁচাও অভিযান নিয়ে স্মারকলিপি প্রদান মাথাভাঙ্গা পুরসভায়। বুধবার তন্ময় ও তার বন্ধুরা মিলে মাথাভাঙ্গা পুরসভার প্রশাসক তথা লক্ষপতি প্রামানিক মহাশয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

Sutunga Bachao Avijan | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, মাথাভাঙ্গা শহরে অবস্থিত শহরবাসীর প্রাণ সুটুঙ্গা নদী আর তাতে বিভিন্ন ভাবে ঘটে চলছে দূষণ সেই নদীকে বাঁচাতেই আজকের এই স্মারকলিপি প্রদান বলে জানা যায়।

এদিন এবিষয়ে তন্ময় রায় বলেন, বহু বছর ধরে হচ্ছে না সুটুঙ্গা নদীর কোনো সংস্কার পাশাপাশি নদী বক্ষে বেড়ে চলেছে চাষাবাদ করা হচ্ছে যা নদীর পক্ষে খুবই ক্ষতিকারক এমনটাই অভিযোগ। এমনকি চাষাবাদের ফলে যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে তা তেমন মাছের পক্ষে ক্ষতিকারক তেমনি সেই মাছ খেয়ে মানব শরীরে দেখা দিচ্ছে নানা রোগ, ব্যাধি।

আরও পড়ুনঃ সাইনবোর্ড যতই আলাদা হোক, গোডাউনটা তো কালীঘাটেঃ সেলিম

এছাড়াও বালি মাফিয়াদের বালি চুরির ফলে নানা অসামাজিক কার্যকলাপও ঘটে চলছে তার ফলে নদী সুরক্ষা একটি বড়ো বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবিষয়ে মাথাভাঙ্গা পুরসভার প্রশাসক লক্ষপতি প্রামানিক সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

এদিন লক্ষপতি প্রামানিক জানান,মাথাভাঙ্গা শহরে গ্রীণ সিটি মিশনের একটি প্ল্যান ও করা হয়েছে যা মাথাভাঙ্গা শহরকে একটি অন্য রুপ দেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here