রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
NREGA প্রকল্পের কাজের দিন ও মজুরি বৃদ্ধির দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলো সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের বহরমপুর শাখা। সোমবার দুপুরে বহরমপুর সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন কার্যালয় থেকে মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করে।
আরও পড়ুনঃ বিস্ফোরক পদার্থ সহ ডোমকলে ধৃত এক
মিছিল টেক্সটাইল কলেজ মোড়-এর কাছে আসতেই পুলিশের বিশাল ব্যারিকেড মিছিল আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে ক্ষেতমজুর ইউনিয়ন নেতাকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের দাবি NREGA প্রকল্পের কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে ২০০ দিন করতে হবে। পাশাপাশি মজুরি করতে হবে দিন প্রতি ৬০০ টাকা। এই দাবি নিয়ে ক্ষেতমজুর ইউনিয়ন সদস্যদের প্রতিনিধিদল মুর্শিদাবাদ জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584