হরষিত সিং, মালদহঃ
দিল্লী যাওয়ার পথে উত্তর প্রদেশের হরচাঁদপুর স্টেশনের কাছে লাইনচুত্য হয়ে দূর্ঘটনার কবলে মালদা টাউন নিউ দিল্লী এক্সপ্রেস।এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের ও জখম প্রায় ত্রিশ জন। ঘটনার প্রেক্ষিতে মালদহ টাউন স্টেশনে খোলা হয়েছে হেল্প লাইন।এদিন সকাল থেকে যাত্রীর পরিবার আত্মীয়রা তাদের খোঁজ খবর জানতে ভিড় জমায় স্টেশন চত্বরে।
বুধবার ভোরে পাঁচটা নাগাদ ট্রেনটি লাইনচুত্য হয়ে দূর্ঘটনার কবলে পড়ে।তড়িঘড়ি স্থানীয় ও রেলের পক্ষ থেকে শুরু হয় উদ্ধার কাজ।রেল সূত্রে জানা গিয়েছে দূর্ঘটনার জেরে এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে ও জখম হয়েছে প্রায় ত্রিশ জন।দূর্ঘটনার পর থেকেই বিভিন্ন রেল স্টেশনে ভিড় জমাতে থাকে ঐ ট্রেনের যাত্রীর পরিবার ও আত্মীয়রা।রেল সুত্রে জানা গিয়েছে ট্রেনটিতে মালদহ টাউন ও নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রায় আশি শতাংশ যাত্রী সংরক্ষিত কামরায় উঠেছিলেন।আত্মীয়দের ফোনে যোগাযোগ করতে না পেরে স্টেশনে ছুটে আসে। মালদা টাউন ও ফরাক্কা স্টেশনে খোলা হয়েছে হেল্পলাইন।সেখানে নিজেদের আত্মীয় পরিজনদের খোজ নিতে ভিড় জমায়।মালদা টাউন স্টেশন সুত্রে জানা গিয়েছে মালদহের কোন যাত্রী জখম রয়েছে কিনা তা এখনো সঠিক ভাবে জানা যায়নি।মঙ্গলবার সকাল নয়টায় মালদহ টাউন স্টেশন থেকে দিল্লীর উদ্দেশ্য যাত্রা শুরু করে এই সাপ্তাহিক ট্রেনটি।
আরও পড়ুনঃ রেল পুলিশের তৎপরতায় উদ্ধার চল্লিশটি কচ্ছপ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584