নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্যারি ব্যাগের দেদার ব্যবহার কালিয়াগঞ্জে

0
75

নিজস্ব সংবাদদাতা,কালিয়াগঞ্জঃ

তেলেভাজা,মশলামুড়ি ফল,কাটা মাছ ,মাংস থেকে মিষ্টি সব কিছুতেই দেদার ব্যবহার হচ্ছে প্লাস্টিক ক্যারিব্যাগ ।আর এই প্লাস্টিক ক্যারিব্যাগের যথেচ্ছ  ব্যবহারের জেরে শহরের রাস্তা জুড়ে যত্রতত্র পড়ে আছে ক্যারিব্যাগের স্তূপ।কিছুদিন আগেই কালিয়াগঞ্জের “নদী বাঁচাও  ও পরিবেশ বাঁচাও কমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্লাস্টিকের ব্যবহারের ক্ষতির দিক তুলে ধরার পাশাপাশি কালিয়াগঞ্জ শহরে প্লাস্টিকের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।

নিজস্ব চিত্র

তারপরেও পৌরসভার নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই জোরকদমে বাজার গুলিতে ব্যবহৃত হচ্ছে প্লাস্টিকের ক্যারিব্যাগ ।কালিয়াগঞ্জের হাট বাজার সর্বত্রই ক্রেতাদের হাতে প্লাস্টিকের আলাদা আলাদা ক্যারিব্যাগ।মাছ মাংস ডিম সবজি যাই হোক না কেন চালু সমাধান সেই প্লাস্টিক ক্যারিব্যাগ ।অথচ চল্লিশ মাইক্রনের চেয়ে পাতলা প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার মজুত এবং বিক্রি করা আইনত অপরাধ।তবুও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেআইনি ভাবে প্লাস্টিক ক্যারিব্যাগ তৈরির কারখানা রমরমিয়ে চললেও আশ্চর্যজনক ভাবে সব কিছু জেনেও কোন ব্যবস্থায় গ্রহণ করতে দেখা যাচ্ছে না ব্লক প্রশাসন ও কালিয়াগঞ্জ পৌরসভাকে।কালিয়াগঞ্জের পরিবেশ প্রেমীমানুষদের দাবী চল্লিশ মাইক্রনের কম পুরু
প্লাস্টিকের ক্যারিব্যাগ বছরের পর বছর মাটিতে পড়ে থাকলেও তা নষ্ট হয় না।যার ফলে মাটির উর্বরতা শক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে প্লাস্টিক ক্যারিবাগের সংস্পর্শে থাকা মাটিও দিন দিন দূষিত হতে থাকে ।ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় ।ফেলে দেওয়া প্লাস্টিক ক্যারিব্যাগ নর্দমাতে জমা হয়ে জল নিকাশি ব্যাবস্থায বিঘ্ন ঘটায় ।

নিজস্ব চিত্র

ব্যবসায়ীদের কাছে এই নিষেধাজ্ঞা ও ক্ষতির কথা তুলে ধরতেই আশোক গুপ্তা নামে এক সব্জি ব্যবসায়ীর সাফ কথা
হাতেগোনা কেউ কেউ বলেন, প্লাস্টিকের ব্যাগে নয়, আমার ব্যাগেই দিন। কিন্তু ধরুন, অনেকেই পাঁচ রকম সব্জি কিনলে পাঁচটা আলাদা ক্যারিব্যাগে সেগুলি ভরে একটা বড় পলিথিনের প্যাকেটে দিতে বলেন। আমরাও দিতে বাধ্য হই। আমি না দিলে অন্য দোকান দিয়ে দেবে।
সায় দিয়ে পাশের বিক্রেতা বিমল মাহাতো  জানালেন, জিনিসের পরিমাণ বেশি হলে কাগজের ঠোঙা ছিঁড়ে যায়,ক্রেতারা নাছোড়বান্দা হলে আমাদের কিছু করার থাকে না। মাছ মাংসের ব্যবসায়ীর বক্তব্য অবশ্য ভিন্ন। সুরজিৎ মন্ডল কিংবা শম্ভু দাশের মতো মাছ ব্যবসায়ীদের বক্তব্য, মাছ বা মাংস প্লাস্টিকের প্যাকেটে না দিলে ক্রেতারা নিতেই চান না। তাই প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করতে হলে এই সমস্যার সমাধান করতে হবে।

নিজস্ব চিত্র

প্লাসটিক ক্যারিব্যাগ বন্ধের ব্যাপারে কালিয়াগঞ্জের ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনিল সাহা জানান প্লাসটিক ক্যারিব্যাগের নিষেধাজ্ঞা জারি করতে কালিয়াগঞ্জের সকল ব্যবসায়ী ও প্রশাসন সকলকেই এগিয়ে আসতে হবে।সকলে এগিয়ে না এলে এই প্লাস্টিক ব্যবহার চলতেই থাকবে।এছাড়া
বেআইনি প্লাস্টিক কারখানা গুলোতেও পুলিশের অভিযান চালাতে হবে। তবেই ভবিষ্যতকে ভয়ানক বিপদের মুখোমুখি পড়তে হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here