মীর রাকেশ রৌশান, কোলকাতা
সময়ের সাথে তাল মেলাতে গিয়ে কোথাও যেন আমরা একা হয়ে যাচ্ছি।আমাদের একান্নবর্তী ঐতিহ্যকে দূরে ঠেলে দিয়ে ধীরেধীরে আমরা একাকীত্বের দিকে চলে যাচ্ছি। শিল্পীর আরও মনে হয়েছে, আমারা ঠিক আধুনিক ও হতে পারছিনা। আবার আমাদের সেই পুরাতন ঐতিহ্যকেও ছাড়তে পারছিনা।সাম্রাজ্যবাদী আগ্রাসনে আমরা যেন দিন দিন রোবটে পরিণত হচ্ছি। আর শিল্পীর ছবিগুলো সেই একাকীত্বের বিপন্নতাকে কাটা ছেড়া করেছে। তাই তাঁর একক প্রদর্শনীর নাম ডিসেকসান অব ভয়েড। তার এটি তৃতীয় একক প্রদর্শনী। শুরু হলো, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর নর্থ গ্যালারিতে।
রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং কবি স্বপন কুমার মল্লিকের চিত্র প্রদর্শনী চলবে ৭ই নভেম্বর থেকে ১৩ই নভেম্বর বেলা ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত।
এছাড়া কবিতা পাঠ করবেন রাজ্যের বিশিষ্ট কবিবর্গ।এই অনুষ্ঠানের আহ্বায়ক কবি অমিত কাশ্যপ।অনুষ্ঠানের উদ্বোধন করলেন দীনদয়াল সরকার ও মৃনাল ঘোষ।
ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসার স্বপন কুমার মল্লিকের এই চিত্র প্রদর্শনীতে প্রথম দিনেই বেশ ভিড় লক্ষ্য করা গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584