তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের পরিষেবার মান আরো ভালো হতে চলছে। কালিয়াগঞ্জের মানুষ হাসপাতালে আরও তিনজন নতুন ডাক্তার পেতে চলছে হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর একথা জানান উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।
তিনি বলেন,মা মাটি মানুষের সরকারের তৎপরতায় সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা পরিষেবার মান আমূল পরিবর্তন হতে চলছে কালিয়াগঞ্জ হাসপাতালেরও। তিনি বলেন খুব শিগগিরই এই হাসপাতালে দুজন শিশু ডাক্তার ও একজন মহিলাদের ডাক্তার যোগ দিতে চলছে। এছাড়াও হাসপাতালে ওটি সংক্রান্ত সমস্যা সহ হাসপাতলে আরও কিছু আভ্যন্তরীণ সমস্যাগুলি ও দ্রুত সমাধান হতে চলছে।

এছাড়া তিনি বলেন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নেই তাই এ ব্যাপারে রাজ্য স্বাস্থ্যদপ্তরকে আগেও জানানো হয়েছে পুনরায় এব্যাপারে আবারও জানানো হচ্ছে।যাতে হাসপাতলে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অবিলম্বে দেওয়া হয়। এছাড়া তিনি বলেন এই হাসপাতলে একটি ও পিডি কাম স্টোর হবে তারও একটি প্লান্ট এস্টিমেট রেডি হয়ে গেছে। টেন্ডার হলেই সে কাজ শুরু হয়ে যাবে।
এছাড়া কার্তিক বাবু বলেন, হাসপাতাল যাতে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা এখন থেকে করা হবে। এছাড়া কিছু নার্সিং স্টাফ কম আছে তা সত্ত্বেও হাসপাতালে দ্বিতল ভবনের পরিষেবা যাতে দ্রুত চালু করা যায় তার জন্য রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন তেমনি অর্থোপেডিক সার্জেন্ট এর মাধ্যমে অর্থোপেডিক যাতে বিভাগ চালু করা যায় সে ব্যাপারেও এদিন বৈঠকে আলোচনা করা হয়েছে।
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে উপরে শুধুমাত্র কালিয়াগঞ্জ এর মানুষ নির্ভর নয় পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি হরিরামপুর সহ বেশ কিছু এলাকার মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসে।তাই এত কম সংখ্যক বেড দিয়ে তা সামাল দেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তর কে জানানো হয়েছে যাতে খুব শীঘ্রই এই হাসপাতালের বেডের এর সংখ্যা ৬০ থেকে ২৫০ করা যায়।
তিনি বলেন,রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন মানবিক মানুষ।তাই মানবিক মুখ্যমন্ত্রী এখানকার মানুষদের সমস্যার কথা বুঝে দ্রুত তার সমাধান করবেন এটাই তার বিশ্বাস।এছাড়া তিনি জানান কালিয়াগঞ্জ হাসপাতাল এ একটা ব্লাড ব্যাংক ও নায্যমূল্যের ওষুধের দোকান খুব দ্রুত চালু হতে চলছে।
আরও পড়ুনঃ যোগ দিবসে স্বাস্থ্য বিষয়ক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান
অন্যদিকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর প্রকাশ রায় বলেন,আজকের এই রোগী কল্যাণ সমিতির বৈঠক এ অনেকগুলো সিদ্ধান্ত আগামী দিনে কালিয়াগঞ্জ হাসপাতালে পরিষেবার মান বৃদ্ধি করতে সাহায্য করবে।খুব গঠনমূলক আলোচনা হয়েছে এবং তিনি জানান হাসপাতলে ওটি বিভাগে লোডশেডিং-এর সমস্যা সমাধানে খুব শীঘ্রই সেখানে একটি ইনভার্টার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584