নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে দ্বিজেন্দ্রলাল রায়ের “ধন ধান্য পুষ্প ভরা” গানের একটি নতুন সংস্করণ বাংলার বিশিষ্ট সংগীতশিল্পী মোনালিসা দে (মোনালিসা দে প্রোডাকশন)’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং শৌভিক মুখার্জির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। লকডাউনে এই প্রকল্পটির মূল ভাবনায় গায়িকা তথা সুরকার মোনালিসা দে। এছাড়া বিশিষ্ট সেতার বাদক শৌভিক মুখার্জিও এই কাজের নেপথ্যে রয়েছেন।
গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সৌমিত্র রায় (ভূমি), উপল সেনগুপ্ত (চন্দ্রবিন্দু), ঋদ্ধি বন্দোপাধ্যায় (পঞ্চকবির গান খ্যাত ), দেব চৌধুরী (সহজিয়া), মোনালিসা দে (গায়িকা ও সুরকার), তন্ময় বিশ্বাস (লোকসংগীত শিল্পী, সা রে গা মা পা খ্যাত) এবং নিবেদিতা দাস মুখোপাধ্যায় (গায়িকা) সহ বিশিষ্ট বাচিকশিল্পী শোভনসুন্দর বসু। শৌভিক মুখোপাধ্যায় (সেতার), স্বরজিত রাতুল গুহ (বাঁশি)’র মতো যন্ত্রীরাও এই গানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সঙ্গীতায়োজনে খ্যাতনামা বাদ্যযন্ত্রী ইন্দ্রজিৎ দে।
মোনালিসা দে’র কথায়- “সময়টা আজ পাল্টে গেছে অনেকটা। নিজেদের ভিতরকার পার্থক্যগুলো ভুলে গিয়ে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় এটা। সময় এসেছে মানবিকতা এবং আধ্যাত্মিকতার সৌন্দর্যকে কার্যকর করার। ঈশ্বর আমাদের হৃদয়ের ভিতরে আছেন। সেই বিশ্বাস নিয়েই আমাদের হৃদয় আমাদের জাতির সমস্ত মানুষের জন্য একটি গান বেজে ওঠে- “মাটি আমাদের মাতৃভূমি…”।
আরও পড়ুনঃ জয়জিতের চিত্রনাট্য ও পরিচালনায় শর্ট ফিল্ম ‘হু ওয়াজ হি?’
এটি আমাদের মাতৃভূমির প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমফান ঘূর্ণিঝড়ে বহু লোকের জীবন গেছে অস্তাচলে। বহু মানুষ তাদের জীবনের ন্যূনতম চাহিদা, খাদ্য এবং আশ্রয় পাচ্ছে না। ধ্বংসটি বিশাল ছিল যা প্রকৃতিকে ধ্বংস করেছে, অনেকের জমি, জীবিকা কেড়ে নিয়েছে। মানুষ খাদ্যের খোঁজে পথে নেমেছে । এই পরিস্থিতিতে আমরা সমস্ত মানুষের জন্য এবং মাতৃ ভূমির জন্য প্রার্থনা করি।”
মোনালিসা আরও বলেন- “আমরা সমস্ত শিল্পীরা আমাদের গানের মাধ্যমে মাতৃভূমির ভালোর জন্য প্রার্থনা করছি। এটি সঙ্গীতের মাধ্যমে আমাদের মাতৃভূমির প্রতি শ্রদ্ধাঞ্জলি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584