মন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা, গ্রেফতার চাকরি প্রার্থীরা

0
60

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

মন্ত্রীর বাড়িতে একদল উর্দু ভাষা উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধর্ণার দ্বিতীয় দিনে বাধ্য হয়েই পুলিশ আঠাশ জনকে গ্রেফতার করলো। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার বিকেলে স্থানীয় উকিল পাড়ায় রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানীর বাড়িতে ইসলামপুর থানার আইসি শমীক চ্যাটার্জির নেতৃত্বে পৌঁছায় পুলিশ বাহিনী। ধর্ণায় বসা চাকরি প্রার্থীরা স্বেচ্ছায় তাদের কর্মসূচি প্রত্যাহার না করায় বাধ্য হয়েই এদিন তাদের গ্রেফতার করে পুলিশ।যদিও অবস্থান ধর্ণায় অংশ গ্রহণকারী ছাত্রদের বক্তব্য, পুলিশ বেআইনি ভাবে তাঁদের গ্রেফতার করেছে।যদিও ইসলামপুর পুলিশ জেলার সুপার শচীন মাক্কার জানান, আইন শৃঙ্খলা ভেঙে পড়বার আশঙ্কায় তাদের প্রিভেন্টিভ এরেস্ট করা হয়েছে।

Dharna in front of the minister's house
নিজস্ব চিত্র

উল্লেখ্য, রবিবার সকাল থেকে ইসলামপুরে শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর বাড়ির সামনে ধর্নায় বসে ৪০ এর বেশি উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের সমস্যা মেটানোর আশ্বাস দিলেও মন্ত্রী আদতে চাকরির বিষয়ে কোনো সাহায্য করছেন না। বারবার শুধু আশ্বাস দিচ্ছেন তিনি। কিন্তু এবারে আর নয়। তাদের গ্রেফতার করলেও চাকরি না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনে বসার হুমকি দিয়েছে চাকরিপ্রার্থীরা।রবিবার সকাল থেকেই গোলাম রব্বানীর বাড়ির উঠোনে ধর্ণায় বসে পড়েন উর্দু ভাষায় টেট উত্তীর্ণ প্রার্থীরা।

Dharna in front of the minister's house
নিজস্ব চিত্র

এবিষয়ে রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানি জানান, ওদের বিষয়টা শিক্ষা দপ্তরের এক্তিয়ার ভুক্ত।তবুও তিনি পরিবহন মন্ত্রী রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে জানিয়েছেন। তিনি বিষয়টি গুরুত্ত্ব সহকারে দেখছেন।এমনকি সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।কিন্তু ওই ধর্ণাকারীরা তার জন্য ধৈর্য না ধরে তার বাড়িতে ধর্ণায় বসে পড়ে। এটা বেআইনি। তাদের বোঝানো হলেও তারা তা শোনেন নি।

আরও পড়ুনঃ পুর পরিষেবা দাবিতে বিক্ষোভ, সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল প্রার্থীর

Dharna in front of the minister's house
গ্রেফতার করা হচ্ছে আন্দোলনরত প্রার্থীদের। নিজস্ব চিত্র

রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ধর্ণা চলে উত্তর দিনাজপুর জেলার  উর্দু মাধ্যমের টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীদের। তারা জানিয়েছেন, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এমনকি তাদের জেলে নিয়ে গেলেও ওই আন্দোলন থেকে তারা পিছু হঠবেন না। প্রয়োজনে অনশনেও বসবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here