নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
টাকা না পেয়ে সোমবার থেকে কাজ বন্ধ করলেন এশিয়ান হাইওয়ে নির্মাণের কর্মীরা।রাস্তা নির্মাণের দ্বায়িত্বপ্রাপ্ত সংস্থার একটি স্টোন চিপস তৈরির কারখানা রয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা চৌপথির কাছে।রয়েছে সংস্থার অফিসও।সোমবার সকালে ওই কারখানা ও অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা ।
তাঁরা জানান, রাঙ্গালিবাজনার ওই অফিসের অধীনে কাজ করেন প্রায় দুশো শ্রমিক কর্মচারী।কিন্তু জুন ও জুলাই মাসের মাইনে তাঁরা আজও পাননি। তাঁরা সাফ জানিয়ে দেন, টাকা পয়সা না মেটানো পর্যন্ত তাঁরা কাজ করবেন না ।
এ প্রসঙ্গে ওই সংস্থার রাঙ্গালিবাজনা ম্যানেজার অজয় সিং বলেন, ব্যাংকে টাকা জমা পড়েছে।খুব শীঘ্রই শ্রমিকরা তাদের বকেয়া মজুরি পেয়ে যাবেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584