শ্যামল রায়,নদীয়াঃ
মঙ্গলবার ভোরে নদীয়া জেলার ধুবুলিয়া থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের হাসাডাঙ্গার কাছে একটি অ্যাম্বুলেন্স একটি গাড়ি-এম্বুলেন্সের ধাক্কায় এক যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন পাঁচজন।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে,এদিন ওই এম্বুলেন্সে করে রোগী নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল, ভোরবেলায় দ্রুত গতির কারনে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে চরম বেগে ধাক্কা মারে। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগী এবং যাত্রীরা আহত হলে জেলার শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে এবং বাকিদের চিকিৎসা চলছে।
ধুবুলিয়া থানার পুলিশ জানিয়েছে আহত এবং মৃতের নাম জানার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584