পিংলাই ডেঙ্গুতে মৃত এক আক্রান্ত পঁচিশ

0
44

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ফের ডেঙ্গি আতঙ্ক পশ্চিম মেদিনীপুর জেলায়।পিংলা থানার অন্তর্গত মালিগ্রাম , আগরআড়া, হিদুলি সহ বেশ কয়েকটি গ্রামে অজানা জ্বর ছড়াচ্ছিল বিগত কয়েকদিন।দু’দিন আগে এই জ্বরে আক্রান্ত হয়  আগড়আড়া গ্রামের মৌসুমী মাইতি। সরকারি নির্দেশিকা অনুযায়ী এলআইজা টেস্টের পরে নিশ্চিত হওয়া যায় ডেঙ্গু সম্পর্কে।শুক্রবার রাতেই মারা যায় মৌসুমী মাইতি নামে বছর বাইশের এই যুবতী।এরপরই টনক নড়ে জেলা স্বাস্থ্য দপ্তরের।শনিবার সকালেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা,স্থানীয় বিডিও শঙ্খ ঘটকসহ জেলা স্বাস্থ্য দপ্তরের একটি টিম ।বসানো হয়েছে মেডিকেল ক্যাম্পও।সরকারি খতিয়ান অনুযায়ী এখনো পর্যন্ত এলাকায় ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ২৫। যদিও সংখ্যাটা মানতে নারাজ গ্রামবাসীরা তাদের দাবী এলাকায় একশরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত।এদিন সংবাদমাধ্যমকে দেখেই তীব্র ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা।পরে বিকেলের দিকে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এবং পরিস্থিতি  সরোজমিনে খতিয়ে দেখতে এলাকায় আসেন স্থানীয় বিধায়ক গীতা ভূঁইয়া এবং রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া।পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানান প্রয়োজনীয় সমস্ত নির্দেশাবলী দেওয়া হয়েছে জেলার স্বাস্থ্য আধিকারিকদের। ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতাও মেনে নিয়েছেন মানস ভুঁইয়া । তিনি জানিয়েছেন প্রয়োজনীয় ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো হবে গ্রামে । জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। গ্রামগুলিতে কাল থেকেই বসানো হবে ডেঙ্গু পরীক্ষার জন্য এলাইজা রেয়াদের । প্রয়োজনীয় ব্লিচিং সহ মশা মারার জন্য কীটনাশক ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতে। পরিস্থিতি কত তাড়াতাড়ি নিয়ন্ত্রনে আনা যায় সেটাই এখন দেখার বিষয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here