হরষিত সিং, মালদহঃ
বিসর্জন দেখে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে লরির চাকায় পীষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির।রবিবার রাতে মালদহের ইংরেজবাজার শহরের হ্যান্টাকালি মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।ঘটনায় এদিন ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন
পথে হ্যান্টাকালি মোড় পারাপারের সময় ৩৪ নম্বর জাতীয় সড়কে কালিয়াচকের দিকে যাওয়া লরির ধাক্কা মারে ওই ব্যাক্তিকে।লড়ির চাকায় পীষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।ঘাতক লরি ও খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে,মৃত ব্যাক্তির নাম পরিচয় জানতে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃ পাগলা কুকুরের কামড়ে আহত ৪০ জন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584