শ্যামল রায় নদীয়াঃ
ভোটের বলি নদিয়ায় বেড়ে দাঁড়ালো তিনজন। নদীয়ার তেহট্টের ভোট দিতে এসে তৃণমূল বিজেপির সংঘর্ষে মৃত্যু হল এক ভোটারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম কৃষ্ণ গোপাল সরকার বয়স ৫৮।
জানা গিয়েছে যে এদিন দুপুর বেলা বাড়ি থেকে বেরিয়ে বেতাইয়ের দক্ষিন জিতপুর গ্রামে ১৭৪ নম্বর বুথে ভোট দিতে এসেছিলেন তিনি। তিনি ভোট দিতে এসে দুষ্কৃতীদের খপ্পরে পড়ে যান। মৃতের পরিবারের লোকজন ওদের অভিযোগ যে তাকে ভোট দিতে দেবে না বলে দুষ্কৃতীরা হুমকি দেয়। প্রতিরোধে নামে ভোটাররা এবং বিজেপি লোকজনেরা।
সেই সময় লাঠিসোটা নিয়ে তৃণমূলের সাথে বিজেপির কর্মী সমর্থকদের সংঘর্ষ বেধে যায়।
এই সংঘর্ষের ভিতরে পড়ে ব্যাপক মারধর করা হয় ভোটার কৃষ্ণ গোপাল সরকারকে।
এছাড়াও জখম হন আরো চারজন। মারাত্মকভাবে জখম কৃষ্ণ গোপাল সরকারকেই প্রথমে স্থানীয় হাসপাতালে পরে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়।
শক্তিনগর হাসপাতালে মৃত্যু হয় কৃষ্ণ গোপাল সরকারের।
অভিযোগ তৃণমূল আসিত দুষ্কৃতীদের হাতে মার খেয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
পুলিশ জানিয়েছেন যে মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং দুষ্কৃতীদের ধরতে জোর তল্লাশি শুরু হয়েছে।
এছাড়াও নদীয়া জেলার বাঁশখালী থানার অন্তর্গত বেনালী গ্রামে এক বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে।
এছাড়াও নদিয়ার হাঁসখালির থানার বাদকুল্লা গ্রামে সংঘর্ষের ঘটনার সময় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।
এপর্যন্ত নদীয়াজেলার রানাঘাট শান্তিপুর নাকাশিপাড়া তেহটটো প্রভৃতি এলাকায় ব্যাপক শাসকদলের আসিত দুষ্কৃতী দাপট বোমা-গুলি লড়াই লাঠিসোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে তিনজনের। এছাড়াও ছোট খাটো ঘটনায় অনেকেই আহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন। ফেটেছে মাথা। এ থেকে রেহাই পায়নি পুলিশ আধিকারিকরাও। সীমান্তবর্তী এলাকায় এক পুলিশ আধিকারিকের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে।
পঞ্চায়েত ভোটে মৃত্যুর মিছিল ঘিরে ক্ষোভে ফুঁসছেন ভোটাররা।
উঠেছে অভিযোগ এরপর অভিযোগ। সরকারের উন্নয়ন এর কাছে এত সন্ত্রাস শাসক দলের দুষ্কৃতীদের বাড়বাড়ন্তে হবে পশ্চিম ভোটাররাও সেই সাথে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584