পিয়ালী দাস, বীরভূমঃ
সাত সকালে দুর্ঘটনা সিউড়ি স্টেশনে,নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় মৃত এক শ্রমিক।
বক্কেশ্বর তাপবিদ্যুৎ থেকে যে ছাই উৎপন্ন হয় সেই ছায়ের বেশিরভাগটাই ট্রেনে করে ভিন রাজ্যে চালান করা হয় সিমেন্ট জাতীয় সামগ্রী তৈরির জন্য।বক্কেশ্বর থার্মাল পাওয়ারের যে ছাই পুকুর রয়েছে সেখান থেকে ট্রাকে করে ছাই নিয়ে আসা হয় সিউড়ি স্টেশনে।ছাই আসার পর শ্রমিক মারফত সেই ছাই তোলা হয় ট্রেনের বগিতে।রোজকার মতো আজও বগিতে ছাই তোলার কাজ করতে এসেছিলেন সিউড়ি থানার অন্তর্গত জামল গ্রামের বাসিন্দারা লক্ষী মাহারা।সকাল থেকে বেশ কিছুক্ষণ কাজ করার পর অন্য বগি লোড করার জন্য ট্রাকের অপেক্ষা করছিলেন লক্ষ্মী,সেই সময় উল্টো দিক থেকে আসছিল ছাই খালি করে যাওয়া একটি ট্রাক,কিন্তু ট্রাকটি স্টেশনের কাছাকাছি আসতেই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পিষে দেয় লক্ষীকে।ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মীর।চম্পট দেয় চালক ও খালাসি। পাশেই থাকা অন্যান্য শ্রমিকরা ছুটে আসে, কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল ক্ষীরর।
এরপরই উত্তেজিত অন্যান্য শ্রমিকরা ট্রাকে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে রেল পুলিশ।মৃতদেহ হাসপাতালে ময়না তদন্তে নিয়ে যাওয়ার জন্য খবর দেওয়া হয় দমকলকেও।দমকল আসে কিন্তু মৃতদেহ সেখান থেকে তুলতে দেয়নি অন্যান্যরা। জোর করে মৃতদেহ তুলতে গেলে পুলিশের সাথে বাক যুদ্ধে জড়িয়ে পড়ে অন্যান্যরা।এখনো মৃতদেহ সেখানেই পড়ে রয়েছে, মৃতদেহ তুলে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584