নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:
বিভিন্ন ঘটনায় সারা বিশ্বের যেসমস্ত দেশে যতবার ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা ঘটেছে, সে তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ভারত। ডিজিটাল রাইটস ও প্রাইভেসি সম্পর্কিত বিষয়ে কাজ করে এমন একটি সংস্থা অ্যাক্সেস নাউ-এর রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। ধারাবাহিক ভাবে চার বছর সবথেকে বেশিদিন ইন্টারনেট বন্ধ থাকা দেশ হিসাবে তালিকায় প্রথমে উঠে এসেছে। ইন্টারনেট শাটডাউনের ১৮২টি ঘটনার ১০৬টিই ঘটেছে ভারতে।
উল্লেখ্য, এই ১০৬টি ইন্টারনেট শাটডাউনের মধ্যে ৮৫টি ই ঘটেছে জম্মু-কাশ্মীরে। সরকারের তরফে দেশের নিরাপত্তার যুক্তি দেওয়া হয়েছে। এছাড়া অধুনা প্রত্যাহৃত কৃষি আইনের প্রতিবাদে যখন কৃষকরা আন্দোলন চালাচ্ছিলেন তখনও বন্ধ করা হয়েছিল ইন্টারনেট। প্রতিবাদ, বিক্ষোভের ঘটনায় নিরাপত্তার যুক্তিতে ইন্টারনেট বন্ধ রাখার ঘটনায় ভারত আপাতত শীর্ষে। ভারতের পরেই রয়েছে মায়ানমারের স্থান, যারা অন্তত ১৫ বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে। এরপরে সুদান এবং ইরান, এই দুই দেশই কমপক্ষে ৫ বার ইন্টারনেট বন্ধ রেখেছে।
অ্যাক্সেস নাউ-এর রিপোর্টে আরও বলা হয়েছে যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সরকারগুলি সাতটি দেশ কমপক্ষে ১২৯টি ইন্টারনেট শাটডাউনের রাস্তায় হেঁটেছে। আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার এবং পাকিস্তান। রিপোর্টে বলা হয়েছে যে, পরীক্ষায় ছাত্র ছাত্রীদের মধ্যে জালিয়াতি রুখতে ভারতে অন্তত ৪ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে যে, বাস্তবে ভারতে ইন্টারনেট বন্ধ রাখার সংখ্যা হয়ত আরো কিছুটা বেশি হতে পারে ভারতে কিন্তু সে তথ্য পাওয়া যায়নি কারণ সরকারি তথ্যে এবিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে।
অ্যাক্সেস নাউ-এর এশিয়া প্যাসিফিক পলিসি ডিরেক্টর রমন জিত সিং চিমা এই ঘটনগুলির সমালোচনা করে বলেছেন, ইন্টারনেট শাটডাউন কখনই কোন সমস্যার সমাধান নয়। এটি আদতে সমষ্টিগত জনগণের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা যা সম্পূর্নভাবে মানবাধিকার লঙ্ঘন করে এবং একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যা একেবারেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুনঃ
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী শারীর বিজ্ঞানের জাতীয় সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584