উপ-নির্বাচন নিয়ে বিস্ফোরক দিলীপ

0
102

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ইতিমধ্যেই রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট চলছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে এমনই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও এই ব্যাপারে একটু উল্টো পথে হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ।

dilip ghosh angry in election | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন খড়্গপুর বিধানসভা কেন্দ্রের কোথাও কোথাও টুকটাক ঝামেলা হচ্ছে। অভিযোগ তলেন— পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কালিয়াগঞ্জের ভোট শান্তিপূর্ণভাবে চললেও করিমপুর যেহেতু বড় লড়াই, তৃণমূলের অস্তিত্বের লড়াই, তবু এই ভোটে হারছে তৃণমূল– এমনই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ ভোটের দিন খড়্গপুরে দিলীপের উপস্থিতি নিয়ে প্রশ্ন তৃণমূলের

তিনি আরও বলেন, তৃণমূল এ কারণে সকাল থেকে বিজেপি নেতার জয়প্রকাশ মজুমদারকে হ্যাকেল করছে। তাঁকে ঠেলে ফেলে দিয়েছে। সংবাদমাধ্যমে দেখানো চিত্র অনুযায়ী তাঁকে ধাক্কা মেরে, লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে তৃণমূল হারছে জন্যই এসব করছে।

বিস্ফোরক মন্তব্য করে তিনি আরও বলেন, কোথায় সংবিধান! কোথায় গণতন্ত্র! কোথায় প্রশাসন! এসবই খুব দুঃখজনক পরিস্থিতি আর এই ভোটকে দেখে পশ্চিমবাংলা সরকারের আসল রূপ সামনে চলে এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here