বিহার বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ

0
93

মনিরুল হক, কোচবিহারঃ

বিহারের বিজয় পাওয়ার পরের দিন কোচবিহারে এসে কার্যত জন জোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দিনহাটায় বিজেপির পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়। ওই মিছিলে অংশ নেন দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা সহ বেশ কয়েকজন নেতৃত্ব।

dilip ghosh | newsfront.co
নিশীথ প্রামাণিককে সাথে নিয়ে দিলীপ ঘোষের জনসংযোগ। নিজস্ব চিত্র

সেই মিছিলে জনসমাগম ছিল নজর কাড়ার মত। ওই জনসমাগম দেখে দিলীপ ঘোষ বলেন, “সন্ত্রাসের অন্যতম গড় দিনহাটা। এখানে আমাদের কর্মীরা বহুদিন ধরে মার খাচ্ছে। অফিস ভাঙ্গা হচ্ছে। আমাদের কর্মীদের হাত পা ভাঙ্গা হচ্ছে। এসব সহ্য করতে করতে মানুষ আজ ঘর থেকে বেড়িয়ে আমাদের সাথে এসে এই মিছিলে যোগ দিয়েছেন। এছাড়াও গতকাল বিহার নির্বাচনের ফল ঘোষণায় মানুষ আরও বেশী উৎসাহিত হয়ে পড়েছে।”

people | newsfront.co
জনসমাগম। নিজস্ব চিত্র

গতকালই সন্ধ্যায় কোচবিহারে এসে পৌঁছান দিলীপ ঘোষ। আর প্রত্যেকবারের মত এবারও তিনি এদিন সকালে উঠেই দলীয় নেতা কর্মীদের নিয়ে কোচবিহার শহরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে পড়েন। কুশল বিনিময় করতে দেখা যায় শহরের বাসিন্দাদের সাথে। এরপর চায়ে পে চর্চায় অংশ নিয়ে সেখানেও জনসংযোগ তৈরি করতে দেখা যায় তাকে। এরপর হোটেলে ফিরে যান তিনি। সেখান থেকে সোজা এসে যোগ দেন কোচবিহার সুকান্ত মঞ্চে দলের কর্মসূচী, বিজয়া সম্মিলনীতে।

meeting | newsfront.co
হুট খোলা গাড়িতে মিছিল দিলীপ ঘোষের। নিজস্ব চিত্র

এরপরেই চলে যান দিনহাটায়। সেখানে মহামিছিলে যোগ দেওয়ার জন্য আগে থেকেই ব্যাপক জমায়েত হয়ে ছিল। দিলীপ বাবুরা সেখানে পৌঁছাতেই ভীড় যেন রাস্তায় এসে উপচে পড়ে। হুট খোলা গাড়িতে সাংসদ নিশীথ প্রামাণিক, দলের জেলা সভা নেত্রী মালতি রাভাকে সাথে নিয়ে শহরের মেইন রাস্তায় মিছিল করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকে।

আরও পড়ুনঃ জামিন নিয়েই কালীঘাট প্রাইভেট লিমিটেড’কে পরাজিত করার হুংকার সায়ন্তনের গলায়

পঞ্চায়েত নির্বাচন থেকেই দিনহাটায় রাজনৈতিক সংঘর্ষ ব্যাপক আকার নিয়ে ছিল। লোকসভা নির্বাচনেও সেই রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয়নি। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজতে না বাজতেই সেখানে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি দিনহাটার শালমারায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ তপনের একই পরিবারের ৫ সদস্যের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি তুলল বিজেপি

ওই সংঘর্ষ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী লড়াই ছিল বলে অভিযোগ। তার আগে সাংসদ নিশীথ প্রামাণিককে তার দফতর খুলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

এদিন মিছিলে জনসমাগম দেখার পর বিজেপি কর্মীরা আরও উৎসাহিত হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই উৎসাহ আবার গণ্ডগোলে না পর্যবসিত হয়, এটাই এখন দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here