নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
বাঁকুড়া জেলার সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিষ্ণুপুর শহরের একটি বেসরকারি হোটেলে এসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন রাজ্য সরকার করোনার তথ্য গোপন করার ফল আজ ফল ভোগ করছেন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে লকডাউন মানেননি আর তাঁর দলের কর্মীরাও লকডাউন মানেননি।
সাধারণ মানুষ এর গুরুত্ব বুঝতে না পেরে তারাও মানেননি। এর ফলেই করোনা সংক্রমণ এই রাজ্যে হু হু করে বেড়েছে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো ব্যবস্থা না করে রাজ্যের মানুষকে শুধু বিভ্রান্ত করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । যার ফল উনি এখন টের পাচ্ছেন।
আরও পড়ুনঃ ‘উত্তর কোরিয়ার শাসকের মাসতুতো বোন মমতা বন্দ্যোপাধ্যায়’- মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সায়ন্তনের
এই কঠিন পরিস্থিতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার দায়ী। এদিন বিষ্ণুপুর সাংগঠনিক কর্মী বৈঠকে দিলীপ বাবু বলেন শিক্ষা ব্যবস্থায় এই শুধু রাজনীতি নয় সবক্ষেত্রই এই রাজ্যে রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রিত হয় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584