বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূলকে তুলোধোনা দিলীপের

0
43

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ফের তৃণমূলকে তুলোধোনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দাঁতনে মৃত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দিলীপ ঘোষ জানান, ‘এনিয়ে ১০৩ জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন রাজনৈতিক হিংসায়। এই সরকার যতদিন থাকবে রাজনৈতিক হিংসা চলবে। দেশ জুড়ে যখন করোনার মতো মহামারী গ্রাস করেছে, ঝড়ের ফলে মানুষ এমনিতেই ভয়ভীতিতে আছে, তখন গ্রামের মধ্যে রাজনৈতিক হিংসা চলছে।’

Dilip Ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি জানান, ‘একটা ছেলে প্রধানমন্ত্রীর চিঠি দিতে লোকের বাড়িতে যাচ্ছিল। তার উপর এভাবে তলোয়ার নিয়ে আক্রমণ করা হয়েছে বাইরে থেকে লোক এনে। আমরা চাই রাজনৈতিক হিংসা, খুন বন্ধ হোক।’

Last respect | newsfront.co
নিজস্ব চিত্র

আজ মেদিনীপুরে দাঁতনের বিজেপি কর্মীর মরদেহে মাল্যদান করেন দিলীপ ঘোষ, জ্যোতির্ময় মাহাত সহ অন্যান্য বিজেপি কর্মীরা।

আরও পড়ুনঃ শহীদ সেনাদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য বাম ছাত্র-যুবদের

Bjp leader Dilip Ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

তৃণমূলের গ্রাম্য বিবাদের সাফাইকে নস্যাৎ করে দিলীপ বাবু বলেন, ‘তৃণমূল পার্টির ভেতরে বিবাদ আছে পরস্পরের মধ্যে। কিন্তু গ্রাম্য বিবাদ বলে রাজনৈতিক হত্যাকে চাপা দেওয়ার চেষ্টা করলে এর পরিণাম ভয়ঙ্কর হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here