‘২০০ টির বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’, হলদিয়াতে মন্তব্য দিলীপের

0
119

 

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

যেখানে মেট্রো চলতে পারে টোটো চলতে পারে সেখানে ট্রেন চালাতে কি অসুবিধা? রাজ্য সরকার কথা বলে প্রথমে বেশ কিছু ট্রেন চালু করে দেখুক, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় সভা করতে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

dilip ghosh | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

এই দিন এই সভায় বিজেপির সাম্প্রদায়িক ইস্যু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এ রাজ্যের সবচেয়ে বেশি যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্প ভোগ করে থাকেন তাহলে বেশিরভাগটাই মুসলিম সম্প্রদায় ভোগ করছেন। কারণ এ রাজ্যে সব থেকে পিছিয়ে পড়া মানুষ হল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। তিনি আরও বলেন, এরাজ্যে যতটা হিন্দুদের অধিকার রয়েছে ততটাই অধিকার মুসলিম ভাইদের আছে,কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তাদেরকে ভোট ব্যাঙ্ক বানিয়ে বস করিয়ে রেখেছে।

meeting | newsfront.co
জনসমাগম। নিজস্ব চিত্র

এটা দিদি বুঝতে পেরেছেন। তাই মুসলিম ভাইদের পাশাপাশি পুরোহিতের ভাতা চালু করেছে মুখ্যমন্ত্রী,সে সম্বন্ধেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। পুরোহিতদের উদ্দেশ্যে বলেন, এরাজ্যে আপনাদের যথেষ্ট সম্মান রয়েছে হিন্দু সমাজের মধ্যে, ওই পাপের টাকা নিয়ে নিজেকে দূষিত করবেন না। যেভাবে ধীরে ধীরে ভোটব্যাঙ্ক বাড়ছে বিজেপির, সেক্ষেত্রে আগামী বিধানসভা ভোটে পদ্মফুল ফুটবে।

dilip ghosh on stage | newsfront.co
বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি আগামী বিধানসভা ভোটে ২০০ টির বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন দিলীপ ঘোষ। এই দিন এই সভায় সিপিআইএম ও তৃণমূল ছেড়ে বেশকিছু কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন।

আরও পড়ুনঃ ‘বিধায়ক পদ ছেড়ে মমতার সমালোচনা করুন’, বিধায়ক মিহিরকে তোপ জলিলের

এই দিন এই সব নব বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সব মিলিয়ে কার্যত বিধানসভা ভোটের আগে দামামা বাজিয়ে গেলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here