বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ

0
138

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শিলিগুড়িতে পা দিয়েই অভিযোগ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালেই তিনি উত্তরবঙ্গে এসে পৌঁছান। গতকাল রাত থেকেই উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় শিলিগুড়িতে। তার অভিযোগ, তাকে স্টেশন থেকে গেস্টহাউজে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। ব্যারিকেড করে রাস্তা আটকে দিয়েছে পুলিশ। ফলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি যেতে গিয়ে বাধা পায়। শেষে গাড়ি থেকে নেমে হেঁটে হাইওয়েতে ওঠেন দিলীপ ঘোষ।

bjp leader | newsfront.co
নিজস্ব চিত্র

তার আগে গাড়িতে বসেই বিমল গুরুং ইস্যুতে রাজ্য সরকারের প্রতি তোপ দাগেন দিলীপ ঘোষ। বলেন, “যে লোকটাকে এতদিন দেশদ্রোহী বলা হত, গতকাল তাকে পুলিশি নিরাপত্তা দিয়ে নিয়ে এসে জনসভা করা হল। আর আমরা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, তারজন্য আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে।”

আরও পড়ুনঃ লালা আসার আগেই তার এক বছরের কল রেকর্ড সিবিআইয়ের হাতে! নজরে প্রভাবশালীরা

bjp chief dilip ghosh | newsfront.co
দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র
dilip ghosh | newsfront.co
পুলিশি বাধায় সায়ন্তন বসু, দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সভায় আসছেন কী শুভেন্দু অনুগামীরা! জল্পনা রাজনৈতিক মহলে

তিনি আরও বলেন, “আমি স্টেশন থেকে নেমে গেস্ট হাউজে যাব, সেটাও পর্যন্ত যেতে পারছি না। আধঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। জানি না, কী ধরণের গণতন্ত্রের পরিবেশ এখানে আছে। স্বৈরাচারী শাসন! পুরো শহরকে ঘিরে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। বাইরে থেকে লোককে ঢুকতে, বেরতে দেওয়া হচ্ছে না। আমাদের সাংসদ জন বার্লাকেও আটকে দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী মনোভাব নিয়ে পশ্চিম বাংলায় এই সরকার কতদিন টিকে থাকতে পারবে জানি না!” যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here