পিয়ালী দাস, বীরভূমঃ
তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবেন। দিলীপ ঘোষ সম্পর্কে এমনই ঘোষণা কয়েকদিন আগে করেছিলেন বিজেপির রাজ্য যুব সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ।
এদিকে আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বীরভূমের রামপুরহাটের বিজেপি দপ্তরে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সারাক্ষণ দেশের মানুষকে দেশপ্রেম শেখানোর ছলে রাজনীতি করার চেষ্টা করে যায়, সেই দলের একজন নির্বাচিত সংসদ তথা বাংলার মতো রাজ্যের সভাপতি হওয়া সত্বেও দিলীপ ঘোষ কিভাবে দিনের আলোয় উল্টো জাতীয় পতাকা উত্তোলন করলেন, তা নিয়ে তীব্র নিন্দার ঝড় শুরু হয়েছে রাজ্যজুড়ে।
অনেকেই অবশ্য ব্যঙ্গ করে বলছেন, নেতাজী জয়ন্তীতে জয় শ্রী রাম স্লোগান দিতে পারে, তাদের সাংসদের পক্ষে উল্টো জাতীয় পতাকা তোলা অত্যন্ত স্বাভাবিক।
আরও পড়ুনঃ যৌথ ব্রিগেড সমাবেশে রাহুল, কানাইয়া-তেজস্বীকে আনার চেষ্টা বাম-কংগ্রেসের
যদিও উল্টো জাতীয় পতাকা তোলার পরেই ঘটনাস্থলে উপস্থিত সকলের মধ্যে তীব্র চাঞ্চল্য এবং সমালোচনা শুরু হওয়ার পরে, দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের সামনে কার্যত ক্ষমা চেয়ে নিয়ে বলেন, “পতাকা তোলার আগে পরীক্ষা করা হয়নি। জাতীয় পতাকাকে অসম্মান করার কোনও উদ্দেশ্য ছিল না। ভুল করেই হয়েছে। সংশোধন করা হয়েছে। যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের বলেছি এমন ভুল যেন আরও কখনও না হয়।”
আরও পড়ুনঃ কাটল জোটের জট, আসন রফায় এগিয়ে কংগ্রেস
যদিও কটাক্ষ এমন সুযোগ হাতছাড়া করেনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি বলেন সারাদিন মুখে বড় বড় ডায়লগ, দেশপ্রেম দেশভক্তির কথা মানুষকে শেখান, অথচ আজকে দেশের প্রজাতন্ত্র দিবস, এমন একটা দিনে তিনি দেশের পতাকা উল্টো করে উত্তোলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, পতাকা সামলানোর ক্ষমতা নেই তিনি সামলাবেন রাজ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584