নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
তৃণমূলের যুবশক্তি কর্মসূচি নিয়ে এবার কটাক্ষের সুর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। শনিবার কাঁথিতে এসে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপের কটাক্ষ, ‘উনি এর আগে এক লক্ষ যোদ্ধা তৈরি করেছিলেন। তারা এখন রেশন চুরি করছে। আমপানের টাকা চুরি করছে। তাতে লোক কম পরে গিয়েছে। তাই আরো লোক আনছে।’
দুবছর আগের দুটি ঘটনার জামিনের জন্য এদিন কাঁথি মহকুমা আদালতে এসেছিলেন দিলীপ। তখনই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
উল্লেখ্য, গত ১১ জুন বাংলা যুবশক্তি নামে এক কর্মসূচি নিয়েছিল যুব তৃণমূল। সেই কর্মসূচিতে ১ লক্ষ যুবক যোদ্ধা অংশগ্রহণ করেছিলেন।
আরও পড়ুনঃ ফের কাটমানির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে
এদিন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে জানিয়েছেন, এক লক্ষ বেড়ে এখন সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ। সেই প্রসঙ্গেই অভিষেককে ঠেস দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘চুরি করার জন্য যোদ্ধা তৈরি করছেন ভালো কথা। এই পরিস্থিতিতে এত লোক মারা গেল। হাসপাতাল নেই। বেড নেই।
আরও পড়ুনঃ বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে তুলকালামকাণ্ড আলিপুরদুয়ারে
সেই যোদ্ধারা কোথায়? সবাই চাল চুরি করতে ব্যস্ত।’ তিনি আরো বলেন, ‘যারা আমার নামে কেস দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তা না হলে আপনাদের সাথে দেখা হতো না। এখানের উকিলরা ও পুলিশকর্তারা আমাকে খুব ভালোবাসেন।
দু তিন মাসে একবার করে ডেকে নিয়ে আসেন আমাকে।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইলেকশন তো চালাতে হবে। সরকার চালাতে হবে। যেমন ভাবে এই পরিস্থিতিতে আদালত চলছে, হাসপাতাল চলছে, তেমনি নির্বাচন কমিশনের দায়িত্ব আছে আমার যা মনে হচ্ছে। আগামী দিনে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে ঠিক করে নেওয়া হবে ভোটের নির্ঘণ্ট।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584