নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নেহেরু যুব কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে আজ মেদিনীপুরের স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয়েছে “বেবি ফুটবল লিগ”। এই লিগের সূচনা করেন, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্র,পশ্চিমবঙ্গ রাজ্যের নির্দেশক নবীন নায়েক সহ অন্যান্যরা। সারা জেলা থেকে ৩০ শের অধিক টিমের বেবি ফুটবলাররা খেলবে। খেলাটি চলবে ১২ সপ্তাহ ধরে। বিজেপি পুরভোট পিছিয়ে দিচ্ছেনা ।
বিজেপি পুরভোট কে ভয় পায় না। তৃণমূল ভয় পাচ্ছে। এজন্যই এক বছর পিছিয়ে দিয়েছে রাজ্যের পুরসভা গুলির ভোট। বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। শনিবার মেদিনীপুরে স্পোর্টস কমপ্লেক্সে বেবি ফুটবল অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
এখানে তিনি সাংবাদিকদের জানান , যখনই ভোট হোক বিজেপি প্রস্তুত । তবে ভোটের জন্য সকলের সমান ভাবে প্রচার করার অধিকার রয়েছে। সেটাও যাতে মানা হয় তা দেখতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। পুলকার দুর্ঘটনায় আহত এক ছাত্রের মৃত্যুকে দুঃখজনক বলে তিনি জানান , এ ঘটনা এর আগেও ঘটেছে ।
অভিভাবকরা এনিয়ে উদ্বিগ্ন হলেও পুলিশ মাথা ঘামায়নি । এরফলে একের পর এক পুলকার দুর্ঘটনা ঘটেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584