নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
২০১৯ লোকসভা ভোটকে মাথায় রেখে ভোট ঘোষনা করার পরেই তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী নির্ধারিত করা হয় এরপর থেকেই শাসকদলের পক্ষ থেকে কর্মী,প্রার্থী,সমর্থকরা কোমর বেঁধে নেমেছে ভোট প্রস্তুতির প্রচারে।এদিকে বিজেপি দলের পক্ষ থেকে দেরিতে হলেও শুক্রবার ৪২ আসনের মধ্যে ২৮ লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্ধারিত করা হয়।
বিজেপি দলের নির্দেশে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার বিরুদ্ধে বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম নির্ধারিত হয়,এই ঘোষণার পর থেকেই ভোট প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে বিজেপির জেলা নেতৃত্ব,এ দিন মেদিনীপুর শহরের বজরং মন্দিরে পুজো দিয়েই ভোট প্রচারে নেমে পড়েন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ প্রার্থী নিয়ে মানিয়ে নিতে অসুবিধা হলেও সব ঠিক হয়ে যাবে,মত দিলীপের
এ দিন মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় গিয়ে ভোট প্রচার সারলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তবে এখানেই শেষ নয়,প্রচার পর্ব সারার পর মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সমস্ত বুথ সভাপতি,শক্তিকেন্দ্র প্রমুখ ও মণ্ডল কার্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন।মূলত আগামী দিনের ভোট প্রচারকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই ছিল এই বৈঠক,সব মিলিয়ে রাজনৈতিক তরজা এখন ঊর্ধ্বমুখী বলে মনে করছেন রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584