হেমতাবাদে এসে পুলিশের বিরুদ্ধে সরব দিলীপ, সায়ন্তন

0
54

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের হত্যাকান্ডের রহস্য সি বি আই তদন্ত করলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুলিশের নিজের এই কান্ডে যথেষ্ট গাফিলতি রয়েছে বলে দাবি দিলীপবাবুর।

dilip | newsfront.co
বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

সোমবার হেমতাবাদে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একহাত নেন পুলিশকে। “বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় পুলিশ পরস্পর বিরোধী কাজ করছে। পকেটে সুইসাইড নোট গুঁজে দিয়ে বলছে বিধায়ক আত্মহত্যা করেছেন।” দিলীপ ঘোষের প্রশ্ন, “যদি তাই হয়, তাহলে পুলিশ খুনের মামলা রুজু করলো কেন ?” হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় আত্মহত্যা করলে খুনের মামলা রুজু করলো কেন পুলিশ, সেই প্রশ্ন এখনও পরিষ্কার নয় বলে দাবি তার।

sayantan basu | newsfront.co
বক্তব্য রাখছেন সায়ন্তন বসু। নিজস্ব চিত্র

দিলীপ ঘোষের দাবি, চক্রান্ত করে বিজেপি বিধায়ককে হত্যা করা হয়েছে। পরে সুইসাইড নোট পকেটে ঢুকিয়ে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আর্থিক লেনদেনের কথা বলে বিধায়ককে বদনাম করার চেষ্টা চলছে। এখন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকা উদ্ধার হচ্ছে। সোমবার বিন্দোলের বালিয়া এলাকার বাড়িতে বিধায়কের পরিবারের সাথে দেখা করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য রাজ্য নেতৃত্ব।

আরও পড়ুনঃ বিডিওকে বাম – কংগ্রেসের যৌথ ডেপুটেশন

dilip ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

বিধায়কের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি এদিন দেবেন মোড়ে বিধায়কের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিলীপ ঘোষ। এরপর বিন্দোলের কয়লাডাঙি এলাকায় বিধায়কের স্মৃতিতে স্মরণসভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা।

police | newsfront.co
নিজস্ব চিত্র
villager | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ তথাগত’র

স্মরণ সভায় পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন হেমতাবাদের দেবেন মোড়ের সভায় পুলিশকে রীতিমতো ঘনঘন বদলির চিঠি ধরিয়ে হয়রানি করা হবে বলে হুমকি দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।সায়ন্তন পুলিশদের উদ্দেশ্য করে বলেন, যারা তৃণমূলের হয়ে ডুগডুগি বাজাচ্ছেন, যেদিন ক্ষমতায় আসব, সকালবেলা রায়গঞ্জ থেকে সাগরে পাঠাবো।

দুপুরবেলা সাগরে পৌঁছানোর আগেই খবর পাবেন, ঝাড়গ্রামে পোস্টিং হয়েছে। আর বিকেলবেলা ঝাড়গ্রাম পৌঁছাবার আগেই খবর পাবেন, দার্জিলিং যেতে হবে। এমন কড়া ভাষাতেই পুলিশকে আক্রমণ করেন বিজেপির রাজ্য নেতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here