পুলিশ অফিসারদের দেখে নেওয়ার হুমকি দিলীপ ঘোষের

0
39

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শনিবার দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার কুশমী গ্রামে যান বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তার সাথে ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো ও বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব।

dilip ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

দিলীপ ঘোষ বলেন, দলের কর্মী ২৫ বছর বয়সী পবন জানাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আর এই তৃণমূল কংগ্রেসের খুনিদের মদত দিচ্ছে এক শ্রেণীর পুলিশকর্মী ও অফিসার। ২০২১ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে তাই এই পুলিশ অফিসারদের নাম লিখে রাখছি, তৃণমূলের গুন্ডাদের নামও আমরা খাতায় লিখে রাখছি।

আরও পড়ুনঃ জয়ন্তর কঠোরতম শাস্তি চান অন্তঃসত্ত্বা স্ত্রী

ক্ষমতায় আসার পর তাদের বিরুদ্ধে যেমন ওষুধ প্রয়োজন তেমন ওষুধ দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি বলেন দাঁতনে দুইজন বিজেপি কর্মী খুন হয়েছে।কিন্তু এখনও পর্যন্ত খুনিরা গ্রেফতার হয়নি। প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে।

আর এই খুনের পিছনে পুলিশের মদত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। পুলিশের একশ্রেণীর অফিসার বিজেপি কর্মীদের খুন করার জন্য তৃণমূল কর্মীদের মদত দিচ্ছে। তিনি বলেন গোটা রাজ্যে রক্তের বন্যা বইছে আর এতে মদত দিচ্ছে পুলিশ অফিসাররা।

আরও পড়ুনঃ কুলগাম এনকাউন্টার: ১ জঙ্গি নিকেশ, অপারেশন চলছে

তৃণমূল গরিব মানুষের পেটে লাথি মারছে। তাই এদের সময় হয়ে এসেছে বাংলা থেকে এবার বিদায় নেওয়ার। তিনি মৃত পবন জানার বাবাকে আশ্বাস দেন তার পরিবারের পাশে দল থাকবে বলে এবং বিজেপি দলের পক্ষ থেকে তার পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করারও তিনি প্রতিশ্রুতি দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here