নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এ রাজ্যের শাসকদল তৃণমূলের অবস্থা বাঁধাকপির মত হবে।খোসা ছাড়াতে ছাড়াতে শেষে আর কিছুই থাকবে না। আজ জেলাশাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান,বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ।
তিনি বলেন, যারা হেরে যায় তাঁরা অভিযোগই করে।এতদিন আমরা দুর্বল ছিলাম অভিযোগ করেছি,এখন আমরা জিতছি,ওরা অভিযোগ করছে।এর থেকে এটা বোঝা যাচ্ছে কে কোথায় আছে।
মুকুল রায়ের আবেদন প্রসঙ্গে দিলীপ বাবু বলেন,আমরাও চেয়েছিলাম একজন সিনিয়র লিডার যদি বাংলায় দাঁড়ায় তাহলে বাংলার অনুকূল পরিবেশ আরো অনুকূল হত। আমরা পরামর্শ দিয়েছিলাম। মোদীজী বাংলায় নির্বাচনে দাঁড়ালে আমাদের সৌভাগ্য বলে মনে করি।
আরও পড়ুনঃ হারি জিতি ঘাটালবাসীর পাশে থাকবো,মনোনয়ন জমা দিয়ে দেবের অভিমত
আরাবুল ইসলামের মন্তব্য প্রসঙ্গে দিলীপ বাবু বলেন,পঞ্চায়েত এতকিছু করার পরেও বিজেপি সাত হাজার আসনে জিতেছে।অতএব এইসব ডায়ালগ ২৩ মে পর্যন্ত চলবে, তারপর আর চলবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584