নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ
পাল্টে গেছে সময়, পাল্টেছে মানসিকতা, পাল্টেছে সম্পর্কের মানে। পুত্রবধূ আজ শ্বশুরবাড়িতে পায় বাড়ির মেয়ের আদর, ভালোবাসা, যত্ন৷ বাড়ির মেয়ে আজ অভিভাবকের ইচ্ছের বাইরে গিয়ে বেছে নিতে পারে নিজের পেশা, নিজের পছন্দের পাত্র, মেটাতে পারে নিজের শখ আহ্লাদ৷ একইভাবে আজও আছে এই বদলে যাওয়া সময়ের প্রতিকূলে হাঁটার মতো মানুষজন।
তাদেরও উদারমনা, আধুনিক, যুক্তিবাদী হওয়ার হাতেখড়ি হওয়া উচিত এমনটাই মনে করে স্টার জলসা পরিবার। আর তাই চ্যানেলের নতুন স্লোগান ‘দিন বদলের হাতেখড়ি’। এই সরস্বতী পুজোর আগেই এর একটি ভিডিও হাজির করেছে চ্যানেল। তাতে দিন বদলের হাতেখড়ির কথা বলেছে দর্শকের প্রিয় পাত্রী মোহর এবং ভাগ্যশ্রী৷
একটি ভিডিওতে দেখানো হচ্ছে, রিয়া নামের একটি মেয়েকে৷ সে ফুটবল খেলতে ভালোবাসে৷ ওদিকে তার বাবা তাকে টেনে বসায় হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করতে৷ রিয়ার মন পড়ে থাকে পাড়ার ফুটবলে। এরপর মা এসে তার হাতে বল দেয়৷ রিয়া খুশি মনে বেরিয়ে পড়ে খেলতে। গোল দেয়। বাবা ব্যালকনি থেকে মেয়ের খেলা দেখে আপ্লুত হয়। আর ব্যস, মেয়ের ফুটবলার হওয়ার স্বপ্নে সে সম্মতি জানায়। এই ভিডিওতে দেখা গিয়েছে মোহর বসুকে।
আরেকটি ভিডিওতে এক পুত্রবধূর শাশুড়ির আদর, আহ্লাদ, যত্ন পাওয়ার দৃশ্য স্পষ্ট। এই ভিডিওটিতে দেখা গিয়েছে ভাগ্যশ্রীকে।
আরও পড়ুনঃ মানসীকে ছোটবেলায় সবাই সরস্বতী ঠাকুর বলে ডাকত
হয়ত বলবেন, এ তো সিনেমা সিরিয়ালে ঘটে। বাস্তবে ঘটে না। ঠিক। এই কথার তাৎপর্য আছে। এখন কথা হল, সিনেমা- সিরিয়ালে দেখানো চরিত্রগুলো তো সমাজের বাইরে নয়। আমার, আপনার মতোই কোনও না কোনও জয়েন্ট কিংবা নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করে।
আরও পড়ুনঃ টিম ‘কলকাতার হ্যারি’র অনন্য উদ্যোগ
সেই চরিত্রগুলি থুড়ি চরিত্রের নির্মাতারা এভাবে ভাবতে পারলে আমি, আপনি নয় কেন? তাদের মানসিকতা বদলালে আমাদের নয় কেন? এই কথাটাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলতে চায় চ্যানেল৷ আর তাই সরস্বতী পুজোতে শুধু স্লেট পেন্সিলে অ-আ-ক-খ নয়, লিখতে হবে দিন বদলের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রতিজ্ঞালিপি৷ এমনটাই আশা করে চ্যানেল। তাই সরস্বতী পুজোর দিনই ‘দিন বদলের হাতেখড়ি’ শীর্ষক ভিডিওটি হাজির করল জলসা পরিবার। কারণ এই দিনটির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে ‘হাতেখড়ি’ শব্দটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584