নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার পুরসভা গুলির মধ্যে অন্যতম হল মেদিনীপুর পুরসভা। ২৫ টি ওয়ার্ড বিশিষ্ট মেদিনীপুর পুরসভার মেয়াদ ২০১৮ সালে শেষ হওয়ার পর নির্বাচন না হওয়ায় মেদিনীপুর পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক দীন নারায়ন ঘোষ।

সম্প্রতি মেদিনীপুর সদর মহকুমা শাসক দীন নারায়ন ঘোষ কে অতিরিক্ত জেলা শাসক হিসেবে ঝাড়গ্রামে বদলি করা হয়েছে। তাই মেদিনীপুর পুরসভার প্রশাসক পদ নিয়ম মেনে তাকে ছাড়তে হয়েছে। সেই জন্য সোমবার রাতেই রাজ্যের নগর উন্নয়ন দফতর থেকে মেদিনীপুর পুরসভার প্রশাসক হিসেবে বিধায়ক দিনেন রায়ের নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ বাংলাজুড়ে শীতের আমেজ

খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিনেন রায়। বর্তমানে তিনি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির চেয়ারম্যান। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের শিরোমনি অঞ্চলের আবাস এলাকার বাসিন্দা দিনেন রায় ২০১৬ সালে খড়্গপুর গ্রামীণের বিধায়ক নির্বাচিত হয়।
আরও পড়ুনঃ ফের বঙ্গে শক্তি বৃদ্ধি বিজেপির, গেরুয়া শিবিরে যোগ বাম নেত্রীর
তিনি মেদিনীপুর পুর এলাকার ভোটার ও বাসিন্দা নয়, তা সত্ত্বেও তার উপর আস্থা রেখেছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মেদিনীপুর পুরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক দিনেন রায় কে বলে রাজনৈতিক মহলের অনুমান।
নির্বাচন না হওয়া পর্যন্ত বিধায়ক দিনেন রায় মেদিনীপুর পুরসভার প্রশাসক হিসেবে কাজ চালাবেন বলে রাজ্যের নগর উন্নয়ন দফতর সূত্রে জানা যায়। তবে প্রশাসক ছাড়া প্রশাসক বোর্ডে অন্য কোন সদস্যের নাম রাজ্যের নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। বিধায়ক দিনেন রায় কবে মেদিনীপুর পুরসভার পৌর প্রশাসকের দায়িত্ব নেবেন তা এখনও ঠিক হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584