প্রশাসনিক সহযোগিতার অভাবে বাড়ি ফিরেও রাস্তায় দীপঙ্কর

0
44

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

প্রশাসনিক সহযোগিতার অভাবে বাড়ি ফিরেও রাস্তায় ঠাঁই দীপঙ্করের। লকডাউনের কারণে বহু মানুষকে নানান রকম সমস্যার শিকার হতে হয়েছে। সেরকমই মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্ভুক্ত রুপপুরের বাসিন্দা দীপঙ্কর পালকেও লকডাউন এর কারণে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কানপুরে একটি ফার্টিলাইজার কোম্পানিতে কাজ করেন তিনি। কানপুর থেকে বাসে করে রবিবার সকালে বর্ধমান নামেন তিনি।

migrant | newsfront.co
একাকী দীপঙ্কর। নিজস্ব চিত্র

সেখান থেকে গাড়ি করে এসে পৌঁছায় কান্দিতে সন্ধ্যা নাগাদ। তারপর প্রথমে তিনি হাসপাতালে গিয়ে উপস্থিত হন স্ক্রিনিং টেস্টের জন্য। কিন্তু সেখানে জানানো হয়, মঙ্গলবারের আগে কোনো রকম পরীক্ষা করা যাবে না। তখন সে বাড়ির দিকে রওনা হলে পাড়া-প্রতিবেশীরা তাকে বাড়ি ঢুকতে দেয় না। জানায়, হাসপাতাল বা প্রশাসনের থেকে কোনরকম প্রবেশপত্র না দিলে তিনি কোন মতেই বাড়ি ঢুকতে পারবে না।

আরও পড়ুনঃ সুজাপুরে ইদের দিন নামাজের মাঠ ফাঁকা

ফের সেখান থেকে তাকে ফিরে আসতে হয় এবং প্রথমে এস.ডি.ও এবং তারপর কান্দি থানায় গিয়ে তিনি উপস্থিত হয়। কিন্তু সেখান থেকেও কোন রকম সাহায্য না মেলায় বাধ্য হয়ে রাস্তাতে এসে দাড়াঁতে হয় তাকে।পরিস্থিতির শিকার হয়ে দীপঙ্কর জানান, ‘প্রশাসনিক কোনরকম সাহায্য না পেয়ে আজ বাড়ি ফিরেও তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। সরকার সাহায্য করছে এমন দাবি করছে ঠিকই। কিন্তু আজ যে পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে তাকে, তা সরকারের গাফিলতির জন্যই হচ্ছে।’

এখন তার একটাই কথা, ‘এত দূর থেকে এসেও না তার হাসপাতালে কোন ঠাঁই হলো না তার বাড়িতে সে ঢুকতে পারল। মঙ্গলবারের আগে যখন তার কোন পরীক্ষা হবে না তখন কোথায় থাকবে সে। দরকারে হাসপাতালের সামনে গিয়ে পড়ে থাকবে তাতে যদি কোন শারীরিক সমস্যা হয়, তাও তাকে মেনে নিতে হবে।’ এখন দেখার এরপরও প্রশাসনের হুঁশ ফেরে কিনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here