ছোট পায়ে বড় পদক্ষেপ

0
118

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

স্বল্প দৈর্ঘের ছবি নির্মাণ কোনও নতুন ব্যাপার নয় আজ। বলা বাহুল্য, দর্শককে স্বল্প সময়ে সমাজজীবনের বাস্তব চালচিত্র তুলে ধরে স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মাণ করলে, সেই ছবি ও তার নির্মাতা দেশে বিদেশে স্বীকৃতি লাভ করতে বাধ্য। স্বল্প দৈর্ঘের ছবি নির্মাণে এমনই বিপ্লব ঘটিয়েছেন পরিচালক অভিজিৎ রায়।

 

stage | newsfront.co

তিনি তাঁর চতুর্থ স্বল্প দৈর্ঘের ছবি ‘খাঁচা’ নির্মাণের কাজ শেষ করেছেন সম্প্রতি। ছবিতে তিনি দেখিয়েছেন সমাজের এক কঠিন বাস্তব। মাতৃত্বের কারণে নিজের কর্মজগত থেকে যেসব মহিলা অবসর নেন, সন্তান বেড়ে ওঠার পরে সেই কর্মজগতেই পুনরায় ফিরতে পারার পথ মসৃণ কি থাকে তাঁদের জন্য? একইভাবে অভিজিৎ রায়ের তৃতীয় স্বল্প দৈর্ঘের ছবি ‘মাতৃরূপেন’ একাদশতম স্বল্প দৈর্ঘের ছবি প্রদর্শনী উৎসবে মনোনীত হয়েছে।

আরও পড়ুনঃ ‘অভিযাত্রিক’-এর জোড়া প্রাপ্তি

director | newsfront.co

পাশাপাশি ছবিটি ত্রিশূর, তামিলনাড়ু, মুম্বই, জয়পুর, বাংলাদেশের রাজশাহী, ইউনাইটেড কিংডমের লিফট্‌ অফ নামের বিখ্যাত অনলাইন ছবি প্রদর্শনী উৎসবেও দেখানো হয়।

আরও পড়ুনঃ নওয়াজের প্রাপ্তি

এছাড়া চলতি বছরের ২০ ডিসেম্বর ‘শিলিগুড়ি দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয় ছবিটি। ২৮ ডিসেম্বর রানাঘাট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রোৎসবেও দেখানো হবে এই ছবি।

awarded | newsfront.co

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অভিনেতা আবির চ্যাটার্জি-সহ গোটা পরিবার

শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সম্পাদনা সহ নয়টি পুরস্কার পেয়েছে এই ছবি। পরিচালকের প্রথম ছবি ‘আগমনীর অবগাহন’ এখনও অবধি কুড়িটি মনোনয়ন পেয়েছে, যার মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য লস এঞ্জেলেস-এর ‘বেস্ট ইন্ডিয়ান শর্টস্‌’। সম্প্রতি বারাসাত ঋতুরঙ্গমেও এই ছবি শ্রেষ্ঠ আবহ, শ্রেষ্ঠ সঙ্গীত ও শ্রেষ্ঠ চিত্রগ্রহণ সহ তিনটি পুরস্কার পেয়েছে।

আগামী বছর মার্চে অভিজিৎ রায় তাঁর বড় ছবির পরিচালনার কাজ শুরু করতে চলেছেন। পরিচালক ছোট পায়ে বড় পদক্ষেপের তোরজোর শুরু করেছেন ইতিমধ্যেই৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here