ঝাড়খন্ড লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

0
198

পিয়ালী দাস,বীরভূমঃ

ঘন জঙ্গল সেভাবে কোনও মানুষের যাতায়াত নেই,গা ছমছম ভাব।সেই জঙ্গলের মধ্যেই উদ্ধার হল মানব কঙ্কাল।এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রাজনগরে।উদ্ধার হওয়া কঙ্কাল কোনও মহিলার বলে অনুমান।এই ঘটনায় তদন্ত শুরু করেছে রাজনগর থানার পুলিস। বীরভূমের রাজনগর থানার অন্তর্গত আজিমনগর জঙ্গল।জঙ্গলটি ঝাড়খণ্ড সীমান্তবর্তী।বেশ ঘন জঙ্গলে সেইভাবে কেউ ঢোকে না।জ্বালানির জন্য পাতা,কাঠ কুড়াতে গ্রামের মানুষ দিনের বেলা অনেক সময় জঙ্গলের সামনের অংশে ঢোকে। পাতা,কাঠ কুড়ায়।তারপর ফিরে চলে আসে।

নিজস্ব চিত্র

জঙ্গলের মধ্যে কেউ থাকত বলে,জানা ছিল না গ্রামবাসীর।ঘন জঙ্গলে বন্য জীবজন্তুর আক্রমণের ভয়।ফলে দিনের আলো ফুরালে ওপথ আর কেউ মাড়াত না।এদিন সকালেও স্থানীয় এক ব্যক্তি পাতা কুড়াতে জঙ্গলের ভিতর প্রবেশ করেন।পাতা কুড়াতে কুড়াতে জঙ্গলের বেশ খানিকটা গভীরে চলে যান তিনি।ঠিক তখনই তাঁর চোখে পড়ে জঙ্গলের মধ্যে ‘কিছু একটা’ পড়ে রয়েছে।খানিকটা এগোতেই আঁতকে ওঠেন, তিনি দেখেন জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে মানুষের মাথার একটি খুলি।ভয় পেয়ে জঙ্গল থেকে পালিয়ে আসেন ওই ব্যক্তি।গ্রামে ফিরে সবাইকে জঙ্গলের মধ্যে খুলি দেখতে পাওয়ার কথা জানান।তারপরই রাজনগর থানার পুলিসকে ঘটনার কথা জানানো হয়।পুলিস গিয়ে ঘটনাস্থল থেকে মানুষের মাথার খুলি ও বেশকিছু হাড়গোড় উদ্ধার করে।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,খুলি-হাড়গোড়ের পাশেই পড়ে রয়েছে বেশ কিছু রান্না করার সরঞ্জাম,সঙ্গে মহিলাদের কিছু পোশাক।প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান,খুলিটি কোনও মহিলার।উদ্ধার হওয়া হাড়গোড়ও সেই মৃত মহিলার।কিন্তু ওই মহিলার দেহাংশ এই জঙ্গলের মধ্যে কীভাবে এল?খুনের পর দুষ্কৃতীরাই কি ঝাড়খণ্ড লাগোয়া জঙ্গলে দেহ ফেলে দিয়ে যায়?নাকি জঙ্গলের মধ্যে ওখানেই বসবাস করত ওই মহিলা?তদন্তে নেমে সব দিক খতিয়ে দেখছে পুলিস।উদ্ধার হওয়া দেহাংশগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ হাতির দৌরাত্মে নষ্ট ফসল,বিক্ষুব্ধ এলাকাবাসী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here