নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
দেব প্রযোজিত অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত আসন্ন ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। ২০২০ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় ও বরুণ চন্দ অভিনীত এই ছবি। কিন্তু লকডাউনের কারণে তা আর হয়ে ওঠে না। ছবির সংগীত পরিচালনায় দায়িত্বে কবীর সুমন।
অবাক কাণ্ড, প্রযোজক দেবের বিরুদ্ধেই তোপ দাগলেন ছবির পরিচালক স্বয়ং! অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই নাকি বদলে ফেলা হয়েছে “ঝড়, ঝড়, আমরা কমলা রং এর ঝড়” গানটির শব্দ সঞ্চয়ন।
মঙ্গলবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া দীর্ঘ পোস্টে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় গানের কথাগুলি পোস্ট করেন। এবং লেখেন- “হিটলারের ব্রাউন শার্টস বা বিজেপির গেরুয়া বাহিনীর মতোই তাঁর ছবির স্বৈরাচারী শাসকের বাহিনীর নাম ‘কমলা বাহিনী’। সেন্সরবোর্ডও তাতে আপত্তি করেনি। ছবিকে U সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু প্রযোজক তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারীর মনে হয়েছিল গানের এই কথাগুলি যথেষ্ট রাজনৈতিক।”
আরও পড়ুনঃ ‘দেশের মাটি’তে পায়েল চরিত্রে অনন্যা দাস
সূত্রের খবর অনুযায়ী, অনিকেত চট্টোপাধ্যায় দেবের এই যুক্তি অস্বীকার করেননি। পরিচালক আরও লেখেন- “আমাকে অন্ধকারে রেখেই গানের শব্দ পালটানো হয়েছে, কমলা বাহিনী শব্দটা তুলে দেওয়া হয়েছে। গান লেখা ও সুর করার আগে গীতিকার-সুরকার কবীর সুমন আমার সঙ্গে অনেক আলোচনাই করেছিলেন, এবার আর কোনও আলোচনাই নেই, শব্দ বদলে গেল। শব্দ বদলালেও সত্যিটা বদলাবে না। যে গান লেখা হয়েছিল, সে গান আমার কাছে আছে, তা ছড়িয়ে দেব, বন্ধুরা ছড়াতে সাহায্য করবেন। নিজেদের ভীরুতা, কাপুরুষতার জন্য সিনেমার গানের কথা বদলে দেওয়ার এই জঘন্য চেষ্টার মূল উদ্দেশ্য মানুষ বুঝতে পারবেন।”
আরও পড়ুনঃ সুরের বাঁধনে গাঁটছড়া বাঁধলেন নীলামন
অনিকেত আরও বলেন, যদি কোনওদিন ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ ছবিটি মুক্তি পায় তাহলে সিনেমা হলের সামনে ধরনাও দেবেন। সেই সময় বন্ধুদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন পরিচালক।
ফেসবুকে তিনি লিখেছেন- “এসব ঘেউ বাহিনী দিয়ে ট্রোল করিয়ে আমাকে থামানো যাবে না। এসব অসভ্যতা চলতে থাকলে পুরো স্ক্রিপ্ট ফেসবুকেই দিয়ে দেবো।#গানবদলাতেদেবোনা”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584